আমাদের কথা খুঁজে নিন

   

খবর ছাপা হয়।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ভারতে হয় বলে ভাবি (চিন্তা), সময়ের কোন দাবী আমি জানি না, আমার ভাবনাগুলো কেবল আমার কেন্দ্রিক। এ সময়ে কিন্তু দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে আমার মধ্যে আমি বিরাজ করছি কিন্তু আমার বাহিরের যে জগত তার সাথে আমার কোন যোগাযোগ আছে কিন্তু আমি এ মূর্হুতে লিখতে পারছি না, কারন আমার আমি আমার মধ্যে ডুবে ছিলাম। এর মধ্যেই কিন্তু বদলে গেছে সরকার, পরিবর্তন হয়েছে জলবায়ুর আগমন বির্বতনের তথ্যে। কিছু সত্য কিছু মিথ্যা কিন্তু তথ্য প্রতিনিয়ত প্রকাশ পায়, পত্রিকাগুলোর পাতা জুড়ে ছাপা হয় খবর, কারও শিরোনাম পক্ষ পাতিত্ব তো কারও বিরোধীতামুলক কিন্তু প্রতিদিন খবর ছাপা হয়, ছাপা হয় সিনেমা, কবিতা কিংবা গল্পের শিরোনাম। খেলাধুলার অজস্র তথ্য। আমি শখ করে আয়েশ করে পত্রিকা পড়ি না, পড়ার দরকার তাই মাঝে মাঝে পড়ি। সখে অসথে মানুষ পড়ে মেধা-ভেজালি খবর, পড়ে নায়ক নায়িকার উদোম গায়ের লহর পড়ে ভাষনের স্বপ্ন, আর পড়ে কিছুর নি¯প্রান দেহ লুটানো জহর, কিছু করব। পড়ে খবর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।