সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............
এটা ভদ্রতা, বিনয়, নাকি অসভ্যতা ?
ধানমন্ডি লেকের পাড়ে পড়ন্ত বিকেলে আমার ক্লাশ টেনে পড়ুয়া ছেলেকে নিয়ে বেঞ্চিতে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের আশে পাশে তিন জন টিনএজ মেয়ের সাথে দুজন টিনএজ ছেলে এসে হৈ চৈ করছে। আমাদের অন্যপাশে আরো দুজন বয়স্ক ভদ্রলোক বসেছেন| তাঁরা অপরিচিত হলেও আমাদের সাথে কিছু কিছু কথা হচ্ছিল| এর মধ্যে টিনএজ ছেলে দুজনের মধ্যে একজন এসে আমাকে এবং অন্য কজন মুরব্বীদের উদ্যেশ্য করে বল্লো-"আংকল আমি এখন একটা সিগ্রেট খাবো, আপনাদের অসুবিধা হবে কি"? ছেলেটি মুরব্বীদের কাছ থেকে এমন ভাবে অনুমতি নিচ্ছিল যে, বিনয়ে সে গদগদ! রাজপথে আমাদের সামনে হর হামেসাই অমন ছেলে পুলেরা সিগ্রেট ফুঁকছে যে যার মত চলছে, বলছে.........কার কী এসেযায়! ছেলেটির কথায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। তারপর বললাম, দেখুন, অসুবিধা কিন্তু আমাদের হবেই। হয়তা আমরা কিছু বলবোনা, সয়ে যাবো। কিন্তু আপনার আচরণের প্রভাব এবং সিগেরেটের এর ক্ষতিকর প্রভাব থেকে আমরা কেউ রেহাই পাবনা! তখন ছেলেটি বল্লো, "না না তারপরও ভদ্রতার খাতিরে..............."
পাঠক, আমি ভেবে পাচ্ছিনা-এটা আসলে কেমনতর ভদ্রতা, বিনয়, নাকি অসভ্যতা ঠিক বোধগম্য হলোনা|
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।