আমাদের কথা খুঁজে নিন

   

আজব দুই বুড়ী সাথে একটা ডায়ালগ ফ্রী

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

আমার কাছে বেশ আজব ই লেগেছে!!! দুই জন ই আম্মার দাদী। ওনারা এখন আর বেঁচে নেই।

আল্লাহ ওনাদের জান্নাত নসীব করুক। ১ম জন: কথাটা মূলত কালকে ওনাকে নিয়েই উঠেছে। প্রচন্ড গরমে আর টিকতে না পেরে আম্মা বলছে " উফ গরমে আর ভাল্লাগেনা" মনে হয় মাথা ন্যাড়া করে ফেলি"। এই কথা বলে তার সেই দাদীর কথা বললেন... উনি নাকি গরমের দিন আসলে গরমের চোটে মাথার পেছনের দিকের চুল ন্যাড়া করে ফেলতেন আর সামনের দিকে কোন রকম একটু চুল রাখতে তাও আবার ছেলেদের মত ছোট করে ছেঁটে ========= ২য় জন: ওনার যখন পিঠ চুলকানি উঠত তখন ওনার নাতনীকে ডাকতেন....: " ও আন্ডা(আনোরা) কই গেলী?? নির্বংশী, নির্মলী আরে আমার পিঠ খাইজ্যাইয়া(চুলকাইয়া) দিয়া যা.... আন্ডা মানে আমার খালা: তোমার পিঠ খাইজ্যাইতে খাইজ্যাইতে আমার চারি(নখ) ভাইংগা গেছেগা, আমি পারুম না। আম্মার দাদী: তর খাইজ্যানি লাগবনা।

তুই ইট্টু কিরিস(কেরসিন) ত্যাল নুন আর মরিচের গুঁড়া আন। তার পর সব আমার পিডে ডইল্যা দে চুলকানি উঠলেই নাকি এমন করতেন..... ==================== সাথে এক ডায়লগ ফ্রী এক আপু আমাকে সেদিন বললেন তোমাকে একটা কথা বলি হাসবা না। কিন্তু বলার সময় সেই হাসতে হাসতে শেষ ডায়ালগটা এক নোয়াখালীর গ্রাম্য বধুর..... " অ্যাঁরার বাড়ীর হেতনে, দশ টিঁয়া বেতনে, হেতনে থাকে হেনী, আঁই থাকি রেঁনী"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।