আমাদের কথা খুঁজে নিন

   

দম ফাটানো হাসির মুভীঃ দি হ্যাংওভার।

::::: দেখবো এবার জগতটাকে :::::
ডাগএর দিন কাল দারুন যাচ্ছিলো। সুন্দরী অর্থশালী এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছে ক-দিনের মাঝে। বিয়ের দু-দিন আগে বন্ধুরা ধরলো ব্যাচেলর পার্টির জন্যে। ডাগ এর হবু শশুর জামাইকে ধার দিলেন তার প্রাণপ্রিয় ক্ল্যাসিক মার্সিডিজ। সঙ্গি হলো ২ জান-ই-দোস্ত ডেন্টিস্ট বন্ধু স্টু আর ধুরন্ধর স্কুল টিচার ফিল আর ডাগএর হবু শালা আবুইল্যা মার্কা এলেন।

ওরা যাচ্ছে লাস ভেগাসের সিন সিটিতে, জমকালো ব্যাচেলর্স পার্টিতে। সিন সিটিতে পৌছে জমকালো এক সুইট ভাড়া নিলো চার বন্ধু। রাতের বেলা বাঁদরামী করার জন্যে ওরা সার্ভিস করিডর দিয়ে হোটেলের ছাদে উঠে বসে মদের বোতল নিয়ে। অতি চালাকী করতে গিয়ে এলেন বোতলে কিছু একটা ড্রাগ মেশায়। ওরা সবাই খাওয়া শুরু করে।

পরের দৃশ্য নিজেদের সুইটে ঘুম থেকে জেগে উঠে ওরা। কিভাবে এখানে এল কিছু মনে নেই। রুমের তুলকালাম অবস্থা, সব কিছু ভেঙ্গে চুড়ে লঙ্কা কান্ড, রুমের মধ্যে মুরগী ছোটা ছুটি করছে, ডেন্টিস্ট স্টু টের পেল কোন ডেন্টিস্ট নিখুত ভাবে তার সামনের পাটির একটা দাত তুলে ফেলেছে, নিখুত কাজ। ওদের কাভার্ডের ভিতরে একটা গ্যাদা বাচ্চা, বাথরুমের ভিতরে আস্ত একটা রয়েল বেঙ্গল টাইগার হালুম হালুম করছে। মাঝরাতে মার্সিডিজের জায়গায় জমা করেছে একটা চোরাই পুলিশ কার।

গাড়ির বুটের মধ্যে কুখ্যাত চাইনিজ মাফিয়া লিডারকে ন্যাংটো করে বেধে রাখা। তাদের একটা বিছানা হোটেলের ছাদে ফ্ল্যাগ স্ট্যান্ডে ঝুলছে, হেভিওয়েট চ্যাম্পিয়ান মাইক টাইসন তাদের কিলিয়ে ভর্তা বানানোর জন্যে হন্যে হয়ে ঘুরছে, এদিকে দু-দিন পরে ডাগের বিয়ে কিন্তু ডাগের কোন চিহ্ন পর্যন্ত নেই। মাতাল অবস্থা কেটে যাবার (হ্যাংওভার) পরে ওরা মনে করতে পারছেনা কিভাবে এত ঘটনা ঘটলো। রহস্য ভেদে নামলো ৩ বন্ধু। আর ঘটতে থাকে দম ফাটানো সব হাসির ঘটনা।

হ্যাংওভার একদম নতুন ছবি। জুন ২০০৯এ হলিউডে মুক্তি পেয়েছে। পরিচালক টড ফিলিপস এর আগে রোড ট্রিপ, ওল্ড স্কুল, স্ট্যাসি এন্ড হাচ, স্কুল অফ স্কাউন্ড্রেলস, বোরাট এমন অনেক পপুলার ছবি বানিয়েছেন। আর এ বছর আনলে আরেকটা সফল ছবি হ্যাং ওভার। যারা দেখেন নাই ইন্টারনেট থেকে মাগনা মাগনা নামায়া নেন http://stagevu.com/video/dsgurhrizshx এই লিঙ্ক থেকে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।