একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
দীর্ঘ পাঁচ দিন আমাকে নজরে রাখার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ দিয়েই শুরু করছি(ধন্যবাদ দেয়ার একটা কারণও আছে, সেটা না বলে পোষ্টের প্রসঙ্গেই চলে আসি. .)
রাসেল ভাইয়ের ২৮ নম্বর View link মন্তব্যের উত্তরঃ
হা হা হা. . .
জনাব রাসেল(. . . . . . .),
আপনার চেয়ে আমার আফসোসই একটু বেশী হচ্ছে. . .
কষ্ট হচ্ছে খুব!!!!!!!
চোখের সামনে দেখতি পাচ্ছি আমার প্রতিভা ধ্বংস হয়ে যাচ্ছে!!! তাও আবার ব্লগে! একটা মানুষের প্রতিভা ব্লগের উপরই নির্ভরশীল. . . . . তাই না?
প্রতিভা নিয়ে জুলাই মাসের শুরুর দিকে একটা কবিতা লেখা শুরু করেছিলাম। লেখাটি শেষ হয়নি। শেষ হবেও কিনা জানিনা!! হলে পরে পোষ্ট করবো, তবে রাসেল ভাইয়ের জন্য কয়েক লাইনঃ
প্রতিভা
সাগরের গহীন অন্ধকার. . .
তার চেয়েও অন্ধকারে-
লুকিয়ে আছে যারা,
খুঁজবেনা কেউ হারাবার ভয়ে
পেয়েও পাবেনা তারা. . .।
তোমরা তাদের খুঁজবেনা, যেখানে হারিয়ে যায়-
হঠাৎ কেউ কুড়িয়ে পাবে, পথের প্রিয় পাশটায়. . .
--------------------------------------------------
--------------------------------------------------
একলব্যের পুনর্জন্মের ৬৫ নম্বর মন্তব্যেরView link প্রেক্ষিতেঃ
কিছু কিছু মানুষ আছে যারা বেশীরভাগ সময়ই কিছু কিছু মানুষের প্রতি নেগেটিভ মনোভাব নিয়ে থাকে। মকবুল ও আবুল সেরকম দুইজন. . . রাস্তায় মকবুলের সাথে আবুলের দেখা।
মকবুল প্রশ্ন করে বসলো, “আবুল, কেমন আছো?”। আবুল খানিকক্ষন চুপ করে থেকে ভাবে আমিতো ভালই আছি, ও কি এটা দেখতে পাচ্ছে না! তাহলে কেনো জিজ্ঞেস করলো। নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য রয়েছে! এই প্রশ্নটাকে নেগেটিভলি নেয়ার ফলেই আবুলের মনে এধরনের প্রশ্নের উদয় হয়েছে. . . তবে পজেটিভলি নিলেই তার জন্য হয়তো ভালো হতো।
আর আপনার প্রশ্নের উত্তরে বলি, ভাইকে অপমান করাই আমার লক্ষ ছিলো। বোনকে অশ্রদ্ধা অথবা অপমান করাটা উদ্দেশ্য ছিলো না।
তবে আপনার প্রশ্নটি অসংগতিপূর্ন নয়। আমিতো তার ছোটো ভাইকেও পাঠাতে বলতে পারতাম। ছোটো ভাইকে পাঠাতে বললেতো এতো এতো কথার উদ্ভব হতো না! ছোটো ভাইকে উত্তর দেয়ার মাধ্যমে তাদের বড় ভাইকে অপমান করাও যেতো না। মূলত যেহেতু আমরা মানুষ, আড়ালে যাই করিনা কেনো, ভালো হই আর খারাপ হই, বোনকে সবাই একটু বেশীই ভালোবসি. . . আমারও ছোটো এবং বড় দুটো বোন আছে. . . ছোটো বোনকেই আমি বেশী আদর করি।
আপনার ব্যাপারে সামান্য বলতে চাই, আপনার মতো কিছু ব্লগার আমার মতো কিছু ব্লগারের খুঁত খুঁজেই দিন পার করবেন! আমাকে বলেই মজা পাবেন. . . কেননা আমার যে অস্তিত্ব আছে।
আর যেসব ব্লগারের অস্তিত্ব সন্দিহান তারা কি বললো অথবা কি প্রশ্ন করলো তা নিয়ে কথা বলার প্রয়োজনও বোধ করবেন না, অথচ তাদের বীপরিতে আমি কি বলছি তা নিয়ে প্রশ্ন করবেন. . . তবে প্রশ্ন করা ভালো, জ্ঞানের প্রসার ঘটে. . .
--------------------------------------------------
--------------------------------------------------
আর বাকী সবাই(যারা আমার আগের দুটো পোষ্টেPost 1 Post 2 অপ্রাসঙ্গিক মন্তব্য করেছিলো),
মন্ত্যব্য করে সন্তুষ্টতো? যদি কারো অতৃপ্তি থেকে থাকে অথবা যদি আরও কিছু বলতে ইচ্ছে হয় তাহলে ্এই পোষ্টে আরও কিছু মন্তব্য করার অনুরোধ করলাম. . . তোমরা যা বলবে মনে কর আমি তাই মেনে নিলাম। তোমাদের মন্তব্য আমার বাস্তব জীবনের কোথাও কোনো প্রতিফলনই ফেলতে পারবে না। যারা আমাকে চেনেন এবং জানেন তারা সবাই আমার আচার-ব্যাবহার সম্পর্কে অবগতো আছেন।
আলাউদ্দিন নামক ব্লগারের উত্তরে বলি, নিজেকে মহাপন্ডিত আমি কখনোই ভাবিনা! নিজেকে বড় করে দেখার কোনো চেষ্টাও আমার নেই। আমার মাথায় এই বাক্যটা সবসময়ই থাকে, “নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়. . .”।
আমি শুধুমাত্র আমার আদর্শে চলার চেষ্টা করি মাত্র, মাঝে মাঝে হয়তো এদিক ওদিক হোঁচট খেতে হয়। সব রাস্তাতো আর এক নয়, প্রতিটি পথেই উঁচু-নিঁচু বাঁক থাকে। আর আমি মনেপ্রানে বিশ্বাস করি প্রতিটা মানুষ-ই হতে পারে এক একটা আদর্শ। যদি তার সেরকম চেষ্টাটা থেকে থাকে এবং যদি সে চায়। আর আমি আমার ব্যাপারে এটুকুই বলতে পারি আমি সাধারণের চেয়েও সাধারণ এবং আমার ভেতর এমন কিছু নেই যা নিয়ে আমি গর্ব করতে পারি।
অহংকারীর ধ্বংস নিশ্চিত এটাও আমি ভালো করেই জানি, তাই কোনো ব্যাপার নিয়ে আমার ভেতর অহংকারবোধও নেই।
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
”বুলবুল আহমেদ পান্না” নিক নেমের ব্লগারকে একবারের জন্য দেখতে পেলে আমার খুব ভালো লাগতো, তার বয়সটাও আমার জানা দরকার ছিলো. . . যদি ১৭-২৫ হয় তাহলে তার প্রতি আমার কোনো প্রতিক্রিয়াই নেই! আর যদি ২৫+ হয় তবে বলতে পারি ধীরে ধীরে তার ভেতর পরিবর্তন আসতে শুরু করবে. . . মূলত যে পোষ্টটি নিয়ে এতো কথার সৃষ্টি সেই পোষ্টের প্রথম মন্তব্যটি আমি তার কাছ থেকেই পেয়েছিলাম। তাই তাকে একটু অন্যভাবে তুলে ধরলাম. . . তার এবং আমার প্রথম দুটো মন্তব্যই ডিলিট করা হয়েছে।
সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যদি আমার প্রতিভা থেকে থাকে তবে তা যেনো ব্লগের সামান্য কিছু কথোপকথনে ধ্বংস না হয়. . . হা হা হা. . .
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
মডারেটরের প্রতি,
আপত্তিকর শব্দের মন্তব্য এবং পোষ্টগুলো ডিলিট করাই উচিৎ। আমার এই পোষ্টের যে মন্তব্যগুলো ডিলিট করা হয়েছে সেখানে আপত্তিকর শব্দ না থাকলেও হয়তো আপত্তিকর পরিবেশ সৃষ্টি করেছিলো।
তাই কিছু মন্তব্য ডিলিট করা হয়েছে। এজন্য সাধুবাদ। তবে বুলবুলের প্রথম মন্তব্যটিতে শুধুমাত্র ”চাঘোল” শব্দটাই ছিলো, যেটা ডিলিট করা হয়েছে। অথচ ঐ বুলবুল এই পোষ্টেই আরও এক জায়গায় এই শব্দটি ব্যাবহার করেছে, সেই মন্তব্যটি ডিলিট করা হয়নি!! এছাড়াও আমার যে মন্তব্যগুলো ডিলিট করা হয়েছে তা অনেকের মন্তব্যেই কপি পেষ্ট করা আছে। যেগুলো ডিলিট করা হয়নি।
মডারেটরকে প্রশ্ন করবো, তাহলে ডিলিট করে লাভটা কি হলো? এটা মডারেশনের অস্বচ্ছতা এবং ব্যার্থতাই প্রকাশ করে। আর ব্লগে ঘোরাঘুরি করলে বহু জায়গায় বহু গালি এবং আপত্তিকর শব্দও খুঁজে পাওয়া যাবে এবং আমি ইচ্ছে করলে ঘাটাঘাটি করে সেসব পোষ্টের লিংকও এখানে দিতে পারতাম। কিন্তু দিয়ে যেহেতু লাভ হবে না তাই দিলাম না।
সামহ্যোয়ারইন ব্লগ কতৃপক্ষ, মডারেটরগণের সংখ্যা বাড়ান. . . এবং ভূয়া ব্লগারদের দ্রুত সনাক্ত করার প্রক্রিয়া চালু করুন. . . . নয়তো একদিন এই ব্লগের ব্লগিং পরিবেশটাই নষ্ট হয়ে যাবে. . . আমাকে ৫ দিনের জন্য ব্যান করা হয়েছিলো, এটা হয়তো আমার প্রাপ্যই ছিলো কিন্তু ৫ দিন পর প্রথম পাতায় একসেস না দেওয়াটা মনে হয়না আমার প্রাপ্য ছিলো!!! আমার সাথেই পারবেন, আমিতো আর ভূয়া নিক নামে হাজির হইনা!!
ব্লগ কতৃপক্ষকে আবারো বলবো নীতিমালা আরও কঠোর করুন. . . আর প্রতিটি পোষ্টই প্রথম পাতায় আসার আগে একবার হলেও পড়ে তারপর প্রথম পাতায় প্রকাশ করুন. . . এবং স্বচ্ছ মডারেশন নিশ্চিত করুন. . .
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
প্রসঙ্গ “গালি” এবং খুব মজা পেলাম যা দেখেঃ
খুব মজা পেলাম এটা দেখে যে আমাদের সুপ্রিয় মডারেটর “মুরগী” অথবা ”ভুদাই” শব্দগুলোকে গালি হিসেবে বিবেচনা না করে “বিবর্ধক” শব্দটাকে গালি হিসেবে দেখেছেন। মডারেটরকে বলতে চাই ”বিবর্ধক” English হচ্ছে ”Amplifier”. যার কাজ হচ্ছে বিবর্ধিত করা।
সত্যিকার অর্থে প্রতিটা শব্দই এক একটা গালি হিসেবে বিবেচিতো হতে পারে, যদি সেভাবে উপস্থাপন করা হয়। যেমন আপনি যদি স্বভাবিকভাবে বলেন, “মডারেটরের বাচ্চা একা একা আইসক্রিম খাচ্ছে, আমাকে দিচ্ছে না” তাহলে মনে হবে মডারেটরের সুন্দর ফুটফুটে বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে. . . কিন্তু আপনি যদি রেগে বলেন, “মডারেটরের বাচ্চা একা একা আইসক্রিম খাচ্ছে, আমাকে দিচ্ছে না”, তাহলে মনে হবে আপনি মডারেটরের উপর রাগ করে তাকে গালি দিচ্ছেন. . . মূলত ”বিবর্ধক” কোনো গালি নয়!! তাই ”বিবর্ধক“ শব্দ সম্বলিত আমার মন্তব্যটি ডিলিট না করলেও হতো।
যাই হোক, আপনারা হয়তো অনেকেই ”এজাক্স” শব্দটার সাথে পরিচিত। সবাই একটা পরীক্ষামূলক উদ্যোগ নিতে পারেন. . . আপনারা প্রত্যেকে দশজন রিক্সাওয়ালার উপর ”এজাক্স” শব্দটাকে গালি হিসেবে ব্যাবহার করতে পারেন এভাবে, “এই বেটা এজাক্স, এতো ভাড়া চাস কেনো?” বছরখানেকের মধ্যেই দেখবেন এই “এজাক্স” শব্দটা গালি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে গেছে. . . মূলত এজাক্স শব্দটার সাথে রিক্সাওয়ালারা একেবারেই অপরিচিতো!
আরও কয়েকটি নতুন গালি এরকম হতে পারেঃ
১. এই ”ল্যামডা” কোথাকার! The wavelength (denoted as ‘λ’ [lamda])
২. “জাভা স্কিপ্ট্রের” বাচ্চা! [“[“JavaScript” is a script base language]
৩. বেটা ”টেকনোলজি” কোথাকার!! বলার প্রয়োজন নেই. .
৪. বিবর্ধক(Amplifier)!! [[Amplifier is any device that increases the amplitude of a signal]
একান্তই আমার কিছু কথাঃ
ব্লগ কারোর জন্যই স্থায়ী ঠিকানা নয়। বাস্তব জীবন যেহেতু কঠিন তাই বাস্তব জীবনের চাপ যখন আসে অথবা যখন বাস্তব জগতে সত্যিই কোনো কিছু করার ইচ্ছা জাগে তখন অনেককেই ব্লগ ছেড়ে চলে যেতে হয়. . . যেসব ব্লগার ব্লগটাকে শুধু মজা করার জায়গা হিসেবে বেছে নেয় তাদের কাছে ব্লগটা একটা নির্দিষ্ট সময় পর পুরোপুরিই বোরিং হয়ে যাবে।
ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে মজা করা, হা হা হা। একটা সময় কি তাদের মনে হবেনা যে আমার জীবন থেকে যে সময়গুলো নষ্ট করলাম তার বিনিময়ে কি পেলাম! এটা তার মনে হতে পারে আবার নাও হতে পারে। তবে ব্লগটা বেশীরভাগ ব্লগারের সর্বোচ্চ ২-৪ বছর ভালো লাগতে পারে [ব্যতিক্রম থাকতেই পারে, তবে সবার ক্ষেত্রেই আগ্রহটা শুরুর দিকের মতো থাকে না!]. . .
যারা বাস্তব জগতে পৃথিবীর জন্য অথবা দেশের জন্য অথবা মানুষের জন্য কিছু করার চেষ্টায় থাকবে তারা ইচ্ছে থাকা স্বত্ত্বেও ব্লগে খুব বেশী সময় দিতে পারবে না। একসময় তাদের প্রস্থান ঘটবে ব্লগ থেকে. . . তবে তারা সময় পেলেই মাঝে মাঝেই ব্লগে উঁকি দিবে. . .
আর ধীরে ধীরে কেউ হয়তো হারিয়েও যেতে পারেন. . . যাদের কথা ব্লগারগণের ক্ষনে ক্ষনে মনে হতে পারে. . .
------------------------------------------------------------------
আচ্ছা একটা প্রশ্ন সবার কাছেই, ভালো ব্লগারবৃন্দ কি চুপ করে থাকতেই বেশী পছন্দ করেন? হা হা হা . . . LOOP এ ফেলে দিবো নাকি? for লুপেই দিলাম ফেলে{হা হা হা;}
------------------------------------------------------------------
”শূন্য অরণ্যক” ভাই,
আমাকে ঝেরে কাশতে বলেছিলেন. . .
পারলাম না!! কেননা, গতো কয়েক মাসে একবারের জন্যও যে ঠান্ডা লাগেনি!! তবে ১লা আগষ্ট দুপুরের বৃষ্টিতে ভিজেছিলাম। চাচ্ছিলাম যেনো জ্বর আসে।
কিভাবে যেনো এসে গেলো।
পঞ্চভুজের শীর্ষে পাঁচজন নেতার অপেক্ষায় রইলাম. . .
সবাই ভালো থাকবেন. . .
সুস্থ ব্লগিং এবং আর কোনো ‘এবং’ নেই . . . এখানেই শেষ. . .
ব্লগে আবার দেখা হবে. . .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।