আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর আমার একলা আকাশ

বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org
আমার আকাশে কোন মেঘ নেই তাই এখন আর বৃষ্টিও ঝড়ে না রংধনুটাও দেখা হয়না অনেকদিন চোখ দিয়ে এখন রক্ত ঝড়ে রাতদিন সোনালী দিনগুলো খুঁজে ফিরি সোনালী রং এর বোতলের মাঝে চোখের কোনে নদী বয়ে যায় হারিয়ে যাই নিজেই নিজের মাঝে আপন অস্তিত্বকে খুব অর্থহীন মনে হয় সাত রঙা দুঃখগুলোকেও বর্ণহীন মনে হয় বৃষ্টির কান্নার রং খুঁজি না এখন আর সময়টুকু নেই আঁধারের মাঝে হারাবার নিরব কান্নার পথটাও আজ বহুদূর সকল অনুভুতিগুলো আজ হয়ে গেছে পর আমি আর আমার একলা আকাশ এখনও শুনতে পাই তোমার নিঃশ্বাস মাঝে মাঝে বুঝতেও কষ্ট হয় বেঁচে আছি, নাকি চলে গেছি হিসেব মেলাতে পারিনা কি পেয়েছি, আর কি হারিয়েছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।