আমাদের কথা খুঁজে নিন

   

।। স্মৃতিতে ভাস্বর কিশোরীর অবয়ব ।।


।। স্মৃতিতে ভাস্বর কিশোরীর অবয়ব ।। সময়ের অপ্রতিরোধ্য স্রোত হারিয়ে গেছে বেশ কিছু মুখ ছেলেবেলায় জমানো মার্বেলের মতো – তবুও স্মৃতিতে ভাস্বর কেউ কেউ হয়নি বিবর্ণ এতোটুকু। মধ্যাকাশে যৌবনের সূর্য জীবন যন্ত্রনার যান্ত্রিক রোষ নি:স্পেষিত, নি:সঙ্গ এই আমি স্মৃতির লাটাইয়ে সুতা টেনে সময়ের উল্টোরথে পৌছেঁ যাই স্বপ্নের সোনালী শৈশবে ... স্মৃতির ক্যানভাসে এখনো হীরক উজ্জ্বল তুমি সময় যেন থমকে আছে তোমার সেই কিশোরী অবয়বে! বেতস পাতার মতো ছিপছিপে তোমার সেই শ্যামা-তনু আহ্লাদি ভঙ্গীর সুরেলা কন্ঠ দুষ্টামী ভরা চোখের ঝলক টোল পড়া গালে ফুলেল ভাজঁ কবোষ্ঞ বুকে প্রেমের হিল্লোল কমলা কোয়া ঠোটে মায়াবী হাসি ঈশ্বরের বাণীর মতই কাল স্পর্শহীন অব্যয়-অক্ষয়। সময়ের অপ্রতিরোধ্য স্রোত হারিয়ে গেছে বেশ কিছু মুখ ছেলেবেলায় জমানো মার্বেলের মতো – তবুও স্মৃতিতে ভাস্বর তোমার সেই কিশোরী অবয়ব কাল স্পর্শহীন অব্যয়-অক্ষয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।