কোন কারনে যদি ” C” Drive Format করতে হয় বা নতুন করে Windows Setup করতে হয় তা হলে Internet Explorer Favorites এ যা ছিল তা মুছে যায়। (যদি কেউ বেকআপ রাখে তা হলে অন্যকথা) এখন একটু চেষ্টা করলে Favorites এর Folder Location বা স্থান পরিবর্তন করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে Favorites এর Folder Location বা স্থান পরিবর্তন করে অন্য Drive এ করে দিতে পারেন। তবে তা করতে হবে একটু সাবধানে। প্রথমে Favorites কে Cut করে অন্য Drive এ Paste করুন।( যে Drive এর রাখতে চান, মনে করি তা ” D” Drive ) তার পর যা করতে হবে, তা হলো:
Start Click তার পর Run click তার পর (Regedit লিখে )Ok তার পর Registry Dialog Box থেকে HKEY_CURRENT_USER তার পর, SOFTWARE তার পর MICROSOFT তার পর WINDOWSতার পর CURRENT VERSION তার পর EXPLORERতার পর Shell Folderতার পর Favorites এ ডাবল ক্লিক তার পর , Value Date এর ঘরে কোন ড্রাইভ এ Favorites আছে তা লিখে দিন।(মনে করি তা"” D” Drive এর আছে এবং লিখতে হবে এ রকম D:\ Favorites ) তার পর OKক্লিক তার পর Registry Dialog Box বন্ধ করুন।
মনে রাখবেন কাজটি একটু সাবধানে করতে হবে। কারন এটি Windows এর Registry এতে পরিবর্তনে ভুল হলে আপনার Windows সমস্যা হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।