আমাদের কথা খুঁজে নিন

   

দুই বিচারককে অবসরে পাঠানোর আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি



জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে অবসর দেয়ার আদেশ বাতিল করে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক দু’টি আদেশে বলা হয়, ‘সরকার জনস্বার্থে ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহজাহানকে সরকারি কর্মচারি (অবসর) আইন, ১৯৭৪ এর ধারা ৯ (২) এর বিধান বলে চাকরি থেকে অবসর প্রদান সম্পর্কিত গত ৩০ জুলাইয়ের জারি করা প্রজ্ঞাপন রহিত করলো।’ এ আদেশ গত ৩০ জুলাই থেকেই কার্যকর হবে বলে জানানো হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার এই দুই বিচারককে অবসরে পাঠানো হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।