আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ নারিন্দা গ্রেভ ইয়ার্ড

::::: দেখবো এবার জগতটাকে :::::

অনেক বই পত্রে জায়গাটাতে ভুত থাকার কথা শুনেছি। ফেসবুকে নারিন্দাবাসী এক বন্ধু জানিয়েছিল সে নাকী দেখেছে দুপুরবেলা নির্জন মুহুর্তে এক শেতাঙ্গি ইউরোপিয়ান বালিকাকে ভিক্টোরিয়ান আমলের পোশাক পড়ে একাকি খেলতে দেখা যায় কবরস্থানে। কেউ কাছে গেলেই সে নাকী অদৃশ্য হয়ে যায়। অনেকেই নাকি একই দৃশ্য দেখেছে। যারা দেখে তারা নাকী সবাই ভিশন অসুস্থ হয়ে পরে মারাত্মক ভয়ে।

আমি কয়েকবার গেছি, কোনবারও সেই প্রেত বালিকা দর্শন দেয়নি। সামু ব্লগের বন্ধুরা, যারা জায়গাটা দেখেননি ধ্বংস হয়ে যাবার আগেই দেখে আসুন, সৌভাগ্যবান হলে প্রেত বালিকার দেখাও মিলতে পারে। ঢাকা শহরে ধ্বংসের মুখে থাকা একটা ঐতিহাসিক জায়গা নারিন্দায় খ্রিস্টান কবর স্থান। সাইনবোর্ড অনুযায়ী ১৬০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর উড়ে এসে জুড়ে বসতে আরো ৫৭বছর বাকী।

সাধারন ভাবে জানা যায় আর্মেনিয়ান অভিবাসীদের হাতে গোরস্তানটা তৈরি। আর্মেনিয়ানরা গণহত্যার মুখে পালিয়ে এদেশে আসে এবং স্থায়ী ভাবে বাস করতে থাকে। ছবি ব্লগঃ ফ্লিকারের লিঙ্কঃ http://www.flickr.com/photos/41020615@N04/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।