১১৭৬ বঙ্গাব্দের মন্বন্তরে বাংলাদেশে লাখ লাখ মানুষ অনাহারে মারা গিয়েছিলো। সাম্রাজ্যবাদী বৃটিশ সরকারের নির্বিকারত্ব সেই মৃত্যুর মিছিলকে দীর্ঘতর করেছিলো। এটাই ছিয়াত্তরের মন্বন্তর নামে ইতিহাস কুখ্যাত।
আমাদের জাতীয় জীবনে ১৯৭৬ খ্রিস্টাব্দে আরেকটি মন্বন্তর এসেছিলো। সে বছর আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এরকম বেশ কয়েক জন কৃতি সন্তানকে আমরা হারিয়েছিলাম।
এটাকেই আমি বলছি ৭৬-এর দ্বিতীয় মন্বন্তর।
৭৬-এ মৃত্যুবরণকারী সেই কীর্তিমান মানুষেরা হলেন-
(মৃত্যুকালানুক্রমিকভাবে)
১) ২৯ জানুয়ারি ৭৬-অচিন্ত্য কুমার সেনগুপ্ত, কল্লোল খ্যাত তিরিশের অন্যতম প্রধান কবি।
২)৬ ফেব্রুয়ারি ৭৬- বাংলাদেশী বংশোদ্ভুত বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক।
৩) ১৩ মার্চ ৭৬- পল্লীকবি জসীম উদদীন ।
৪) ২৮ মে ৭৬- শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৫)২১ জুলাই ৭৬- বীর মুক্তিযোদ্ধা কর্ণেল মো; আবু তাহের (ফাঁসীতে মৃত্যু)
৬)২৯ আগস্ট ৭৬- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
৭)১ সেপ্টেম্বর ৭৬- বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এম.কে.বাশার,বীর উত্তম। (বিমান দুর্ঘটনায় মৃত্যু)
৮) ১৭ নভেম্বর ৭৬- মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।