শেয়ার বাজার তো গত তিন বছরে পুরাই শেষ, প্রতিদিন ই কমছে, আর কোন দিন যদি দশ পয়সা দাম বাড়ে, তবে পেপার গুলি এমন ভাবে নিউজ ছাপে যেন বিশাল একটা কিছু হয়ে গেছে, কিন্তু এর আগে যে দাম হাজারে হাজারে কমে NAV (Net Asset Value) এর চেয়েও নিম্নগামী সেই খবর আর নেই। আর এক শ্রেণী আছে যারা শেয়ার বাজারে আমরা যারা ক্ষতিগ্রস্থ হয়েছি তাদের নিয়া মজা করে, খোদ অর্থ মন্ত্রী (এ-মাল) পর্যন্ত বলেন ফটকা ব্যবসায়ী !! এই জন্য শেয়ার মার্কেট এর কথা পারতোপক্ষে মুখে আনি না, কারো সাথে আলোচনাও করি না, যেহেতে কোন বাজে শেয়ারে বিনিয়োগ করি নাই তাই আশায় আছি আল্লাহ চায় তো এক দিন এই ক্ষতি পুষিয়ে যাবে ইনশ আল্লাহ । এটা মানলাম যে, আমাদের দেশের সব বিনিয়োগকারী ম্যাচিউরড ছিল না, তারা না বুঝে আজে বাজে শেয়ারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্থ হয়েছেন, কিন্তু বর্তমানে ভালো কোম্পানী এর শেয়ারের মূল্য ও দীর্ঘদিন যাবত Under Valued অবস্থায় রয়েছে, যেমন ব্যাংক এর শেয়ারের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। যাই হোক যে প্রসঙ্গে এই পোস্ট লিখা শুরু করেছিলাম সেটা বলি, IPO তে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ২০% কোটা বরাদ্দ করে ছিল, যেহেতু IPO করি না তাই জানতাম ই যে এটার জন্য আলাদা ফর্ম আছে , যাই হোক এক ফ্রেন্ডের কাছ মাস কয়েক আগে জানার পর কয়েকটা IPO করেও ফেললাম । আমার ক্ষতিগ্রস্থ হিসাবদ্বয় আবার যৌথ নামের আজ Central Pharmaceuticals Ltd এর Prospectus দেখতে গিয়ে দেখি 103 পৃষ্ঠায় প্রদত্ত Instruction এর এক নম্বরে বলা আছে শুধু মাত্র নিজ নামের বিও হিসাব টি ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারী দের জন্য বরাদ্দ কৃত ২০% কোটায় আবেদন করা যাবে যৌথ নামের টা করা যাবে না অথচ এই মাসের শুরুতে EXIM Bank 1st Mutual Fund এর IPO Offer ছিল , ডিএসই এর সাইট হতে ওটার Prospectus ডাউনলোড করে দেখলাম সেখানে 38 পৃষ্ঠার 8 (আট) নম্বর Instruction এ বলা হয়েছে Individual ও Joint হিসাবের যেকোনটি বা উভয়টি হতে সংরক্ষিত ২০% কোটায় আবেদন করা যাবে । আমার প্রশ্ন হচ্ছে--- 1) একই মাসে চলমান দুইটি IPO Offer এ ভিন্ন শর্ত কেন ? 2) তালিকাভুক্ত করার সময় যৌথ হিসাব কে কেন ক্ষতিগ্রস্থ হিসাবের মধ্যে অন্তর্ভূক্ত করা হলো কেন? উত্তর দেয়ার কেউ কি আছেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।