আমাদের কথা খুঁজে নিন

   

ইমন; ক্লাস ওয়ানের দোস্ত

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

আমার দোস্তদের নিয়ে গত কাল একটা পোষ্ট দিয়ে দিয়েছিলাম। তাদের মাঝে সাবাই ই মেয়ে।

আমাকে কয়েক জন প্রশ্ন করেছেন বয় ফ্রন্ডদের কথা নাই কেন? বা এই টাইপ। অনেক খোজা খুজির পর এক জনের কথা মনে পড়ে গেল। ওর সাথে শুধু ওয়ানেই পড়েছি। বন্ধু কি না জানি না। বন্ধুর সংজ্ঞা এখন ও ভাল করে জানি না।

তখন ত জানতামই না। আগেই বলেছি রাগী/ বদ মেজাজী বলে আমার একটা দূর্ণাম আছে এবং ছিল। তাই ক্লাসের কারো সাথে খুব একটা ভাল সম্পর্ক ছিল না। আমিও ঝগড়া করতাম তবে ও ই এক মাত্র একটা ছেলে যার সাথে আমার বেশ ভাল একটা সম্পর্ক ছিল। আমাকে প্রায় সময় ই পুতুল/ খেলনা দিত।

এসব নিয়ে এ্যানী ও স্বার্না কত কিছু যে বানাত!!( ওরা পরে আমাকে বলেছে) আমাদের ক্লাস রূম থেকে ওদের বাসা দেখা যেত। যে দিন ও ক্লাসে না আসত সেদিন জানালা দিয়ে কথা হত। তো একদিন ও বললো ওরা নাকি জিগাতলা বাড়ী করেছে। সেখানে চলে যাবে। ওয়ানে পড়েই চলে গিয়েছে।

এর পর আর ওর সাথে দেখা/ কথা হয় নি। ইমন! অনেক বন্ধু হয়েছে তোমার, হয়ত ভূলে গিয়েছ। এটাই স্বাভাবিক। আমার আবার অনেক ছোট-খাটো ব্যাপার মনে থাকে তাই তোমাকে এখন ও মনে আছে। হয়ত সারা জীবন ই মনে থাকবে।

তবে যেখানেই থাক যে অবস্থাতেই অননেএএএএক ভাল থেকো। শুভকামনা সব সময় তোমার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।