আমাদের কথা খুঁজে নিন

   

আয় আর-একটিবার আয় রে সখা...(দ্বিতীয় পর্ব)



এই লেখাটার সিকুয়্যেল করব ভাবিনি। কিন্তু আজকে লেখার লোভ হচ্ছিল...আর মাথায় কিছু ছিল ও না। তো ভাবলাম আবার নতুন বোতলে পুরানো মদ চালিয়ে দেই। এমন না যে প্রথম পর্বের সাথে এটার খুব বেশি যোগসাযশ আছে, কিন্তু, লেখাটার মাথা-মুণ্ডু বোঝার জন্য প্রথম পর্ব টায় চোখ বুলিয়ে নিতে পারেন। Date: 21.07.08 Time: 12:25 p.m. Place: classroom ছাড়া আর কই? Y স্যারের ক্লাস হচ্ছে।

ক্লাস মানে নামকাওয়াস্তে ক্লাস। seriously ক্লাস হলে আমি নিশ্চয়ই এসব লিখতাম না! আজকে ২৩ কি ২৪ জন মাত্র present. ক্লাসে লোকজন কম থাকলে আমার ভালই লাগে...আলো-বাতাস আসে... শাপলা পাশে বসে Polo খাচ্ছে। ও তো সারাক্ষণই কিছু না কিছু খায়...সুতরাং এ নিয়ে আর কিছু না বলাই ভাল। তবে একটা serious কথা বলি, শাপলার ব্যাগে মনে হয় কখনও বই-খাতা থাকেনা, খালি খানা-খাদ্য... মৌমিতা as usual বাঁদরামি করছে। রিমি শুঁটকিটা কিছু একটা definitely করছে...তবে তাতে কিছু আসে- যায় না।

জেনী আর মুনিরাকে পিচ্চিদের কোন একটা ক্লাস control করতে বলেছে। খুব ভাল control করা হচ্ছে নিশ্চয়ই। তবে ওরা পিচ্চগুলোকে না, পিচ্চিগুলোই ওদের কন্ট্রোল করছে (!) দিনকাল বড্ড boring যাচ্ছে আজকাল...। অবশ্য মৌমিতার fuel শেষ হয়নাই। সেদিনও হঠাৎ বিনা কারণে আমার মাথায় একটা বাড়ি দিয়ে গেল... কেন? I have no idea! ক্লাস শেষ হওয়ার টাইম হয়ে গেছে।

অবশ্য স্কুলের ঘড়িকে বিশ্বাস করার আগে দশবার চিন্তা করা উচিত। পরে লিখব নাহয়...অবশ্য দেখি, লেখার মত কিছু ঘটে নাকি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।