সত্য বল সুপথে চল, ওরে আমার মন ...
পৃথিবীর সকল কিছুকে না বলাই হলো দি গ্রেট NO। অর্থাৎ মৃত্যু। রাত দিন ২৪ ঘন্টার মধ্যে আমরা প্রায় ৬ ঘন্টা বা অনেকে এর বেশি সময় ধরে না এর মধ্যে থাকি। দি মহা না-এর মধ্যে নয়। মহা না এবং না উভয়ই চেতন ও অবচেতন চেতনার গোলক ধাঁ ধাঁ। অবচেতন চেতনা জগৎ সংসারের সকল কিছু থেকে মানুষকে মুক্ত রাখে। চেতন চেতনা সমাজ সংসারের সকল প্রকারের বস্তুগত চেতনার সাথে জড়িত করে। এ থেকে মানুষ কখনো মুক্ত হতে পারে না। যে হয় সে লালন সাই হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।