আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক বিকেলে....



পড়ন্ত বিকেল। অনেকক্ষন অপেক্ষা করছি তোমার জন্যে। অবশেষে তোমার দেখা পেলাম। অনেকক্ষন দূর থেকে চেয়ে থাকলাম তোমার দিকে। অনেক দিন পর তোমাকে দেখলাম।

খুব সুন্দর লাগছিল তোমাকে। তুমি যেমন ছিলে তেমনি আছ। তোমার ঐ চোখ, মিষ্টি হাসি আজো তেমনি আছে। একটুও বদলওনি তুমি। সেই চাহনি.....কতদিন পরে দেখলাম।

বদলানোর মধ্যে শুধু তুমি আরো সুন্দর হয়েছো। হাসলে গালের টোলটা আরো সুন্দর লাগে। আমি আসলে হিসেব করতে চাচ্ছি যে তোমার সাথে কতদিন পরে দেখা হল। আনুমানিক বছর খানেক। ....অনেক সময়।

আজ অনেক দিন পরে তোমাকে দেখছি তাও কেন জানি আমি তোমার দিকে তাকাতে সংকোচ বোধ হচ্ছিল। মনে হচ্ছিল তুমি আমার থেকে কয়েক আলোক বর্ষ দূরে সরে গেছ। কতুদন পরে বসলাম তোমার সামনা-সামনি। আমি সানগ্লাস চোখে। তোমার সাথে কথা বলছি কিন্তু তোমার দিকে তাকিয়েও তাকতে পারছিনা।

তুমি বুঝে গেলে আমি অন্য দিকে তাকিয়ে কথা বলছি। তাই তুমি আমার সানগ্লাসটা খুলে নিলে। আমি বুঝতে পারলামনা সেটা অন্য কোন কারনে কিনা। কারন, তুমি আমার চোখের প্রসংসা প্রায়ই করতে আর আমার চোখের দিকে তাকিয়ে থাকতে। সেটা কি প্রসংসা না অন্য কিছু আজো আমি বুঝিনা।

সানগ্লসটা খলে নেওয়ার পর অনেক দ্বিধা সত্বেও তোমার দিকে তাকালাম কিছুক্ষন। .....অনেক সুন্দর তুমি..। ... কিছু কথপকথন...., কিছুক্ষন বসে থাকা, ...অবশেষে বিদায়ের পালা। তোমার মুখেই শুনলাম তোমার আমার গন্তব্য পথ কছুটা একই। তাই আমি মনে প্রাণে কামনা করছিলাম যে আমরা যেন একই সাথে রওনা হই।

কিন্তু আমি মুখফুটে বলতে পারছিলাম না । হয়তোবা ইশারায় বোঝাতে চেয়েছি। হয়তোবা তুমি বুঝেছও। আর তাই আমাকে পরীক্ষা করার জন্যে তুমি বলেও ফেললে ..."চল একসাথে যাই"। আর সেই পরীক্ষায় আমি যথারীতি ফেল।

তোমার অন্য কাজ আছে। তোমাকে যেতে হবে..। তুমি উঠে বসলে রিক্সায়। আমি দাড়িয়ে থাকলাম। আমি চেয়ে থাকলাম তোমার গন্তব্য পথের দিকে।

তুমি কয়েকবার ফিরে তাকালে আমার দিকে। আমি আজো বুঝতে পারিনা সেকি ছলনা, নাকি.....। যতদূর দেখাযায় আমি চেয়ে থাকলাম তোমার দিকে। এক সময় লোকালয়ে হরিয়ে গেলে তুমি। অনেক দিন পরে দেখা হল, অনেক কথাও হল, কিন্তু একটি কথা হয়তো সারা জীবনই না বলাই থেকে যাবে...... "ভালবাসি"......।

"ভালবাসি তোমাকে"....... (একটি টুকরো ঘটনা অবলম্বনে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।