আমাদের কথা খুঁজে নিন

   

খণ্ড-কাব্যঃ সপ্তক

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

। । ১। । ঘোর কেটে যায়...ঘোর...! কণ্ঠে কণ্ঠে আকণ্ঠ ডুবে রাত পেরিয়ে ভোর; রাতের মায়া দিনের আলোয় প্রলাপ লাগে তোর! ঘোর কেটে যায়...ঘোর...! ।

। ২। । "এক আধুরি মোলাকাত হুয়েথি জিনসে, জানে কাভি উনসে মোলাকাত হো কে না হো। হামনে সোচাথা কে সাথ কাভি ছুটেগি নেহি, আব জানে কাভি সাথ মিলে কি না মিলে..." শুধু এক পলক হয়েছিল দেখা কভূ তাহারো সনে জানিনে হায়! দেখিব কি তারে পুনরায় মোর জীবনে! ভেবেছিনু আমি, এ বাঁধন তব ছিঁড়িয়া কখনও যাবে না, দোলাচলে ভাবি, সেই সে সঙ্গ ফিরিয়া পাব কি পাব না! বি.দ্র. মেসবাস য়াযাদ ভাইয়ের এক পোস্ট থেকে এই চার লাইনের সূচনা - Click This Link ।

। ৩। । জীবনের উল্লাসে মাতি চলো কেবলি বেঁচে থাকার কথা বলো মৃত্যু আদতে জীবনের মায়া আত্মা অমর, পচে যায় কায়া! । ।

৪। । বোহেমিয়ান স্বভাবটা তোর কে করবে থিতু! সংসারে তুই দোমনা কেন? কেন এমন ভিতু! দিন কি কারো যায় রে সমান ! বদলায় যে ঋতু; বাহাস ছেড়ে হাতটি বাড়া- গড়ব হৃদয় সেতু। । ।

৫। । দরিয়ার পাড় ভাঙ্গে নিশিদিন ঝটিকা পবনে বিনাশের বীণ সাঁজোয়া মেঘে দুন্দুভি বেজে চলে লোকালয় ফের ভাসবে প্রবল ঢলে রুদ্ররোষে ফুঁসছে দেখো প্রকৃতি পাপের ঘড়ায় পূর্ণ হয়েছে ক্ষিতি ক্লেদ যত ধুয়ে-মুছে নেবে বারি উঠবে মাতম, শোকের আহাজারি উঠবে জেগে ধু-ধু, ধবল চর প্রকৃতি বাঁচায়, প্রকৃতিই করে পর! । । ৬।

। অতঃপর আত্মস্থ করেছি- লৌকিকতার প্রতিটি বিধি, আমিও এখন লৌকিক-প্রতিনিধি। কি করে সামাজিক হাসি দিতে হয়, এখন আমি জানি! কিতাবি-রীতি খাপে খাপে আমি মানি। মেপে মেপে চলি, মেপে বলি, মেপে লিখি আর দেখি- এভাবেই রোজ লৌকিক হতে শিখি। সিথান তলে চাপা পড়ে থাকে স্বপ্ন, সভয়ে করেছি, আবেগের তুলোধুনো; অভিলাষী মন অনাথ হয়েছে কবে! পাছে একঘরে করে সবে! হৃদয় এখানে ভিন্ন গ্রহের জীব; এখানে মনের দেয়া-নেয়া নয়- অহরহ শুধু বিকিকিনি হয়, মানবী স্বত্তা হারিয়ে হয়েছি চর্ম-অস্থি-সার এক ক্লীব! বিধান মেনে মিটিয়ে ফেলেছি গহীন-গোপন সাধ! লৌকিক-সমাজে বিলাসিতাসম স্বপ্ন দেখা; আর ভালবাসা? দণ্ডনীয় অপরাধ! ।

। ৭। । মরণের খায়েস আছিল তার মাঘী পূর্ণিমা রাইতে চন্দ্র তারে বাউলা করে চন্দ্রালোকে নাইতে। চান্দ্রমাসে মগ্ন হয়া চন্দ্রকলা গোণে চৌহদ্দি যায় পাড়ায়া নিশি যহন টানে।

চন্দ্রগ্রস্থ হইলো সে যে দেইখা চান্দের ঢল চন্দ্রবোড়া সাপ তহনি হানে বিষের ছোবল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।