আমাদের কথা খুঁজে নিন

   

জল বৃষ্টির কাব্য ,গাভী বিত্তান্ত ও অন্যান্য



গত সপ্তাহটা একটা জলময় সপ্তাহ গেল,যেদিকে তাকাই শুধু জল আর জল কোথাও গোড়ালি,হাঁটু, কোথাও কোমর সমান জল। তো গত মঙ্গলবার অফিসে যাওয়ার সময় প্রতি পদে পদে অনিশ্চিতায় ভুগেছি মনে হয়েছে এই বুঝি ম্যানহোলে পড়লাম আমার ধারনা নীল আমস্ট্রং, এডুইন অলড্রিনরাও চাঁদে যাওয়ার সময় ও এত অনিশ্চিতায় ভুগেনি। যাই হোক শেষ পর্যন্ত পানির সাথে যুদ্ধে জয়ী হয়ে অফিসে পৌঁছেছি, ততক্ষণে আমার শরীরে কোথাও শুকনা জায়গার অস্তিত্ব নেই সব ভেজা ভেজা!! তাও আরাম নেই, দেখি আমাদের DMD লেকচার দিচ্ছেন professionalism এর উপর মেজাজটা পুরা বিলা মনে হল ব্যাটারে ধরে প্রধানমণ্ত্রী ভবনের সামনে পানিতে নামালে Professionalism টের পাইত, আমি থাকতে না পেরে বললাম স্যার আমার পুরা ভেজা একটু শুকায় আসি, এরপরে তার হুশ ফিরেছে। পরের দিন অফিসে যাইনাই,বাড়ীতে বসে বসে বই পড়ে সময় কাটালাম পড়লাম আহমেদ ছফার গাভী বিত্তান্ত,অদ্ভুত সুন্দর একটা স্যাটায়ার। আহমেদ ছফাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই,তিনি বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের থেকে একটু আলাদা ছিলেন,সেটার প্রমাণ আমরা পাই তাঁর বিভিন্ন লেখা থেকে এবং আমি মনে করি বাংলা সাহিত্যের সব কয়টা শাখাতেই তিনি স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছেন এবং শুধু পরিমানগত নয় গুনগত বিচারেও অবদান রেখেছেন।

যেমন কবিতাতে “একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা” আধুনিক কবিতাতে তার একটি উল্লেখযোগ্য সংযোজন, তেমনি তাঁর উপন্যাস গুলো প্রত্যেকটি কোন না কোন তাৎপয পূর্ণ অর্থবহন করেছে যেমন “ওঙ্কার” ভাষা আন্দোলনের মূল চেতনা অর্থাৎ সাংস্কৃতিক স্বাধিকারকে উপজীব্য করে রচিত, তেমনি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লিখেছেন "অলাতচক্র" অপরাপর সমকালীন বাস্তবতাকে সরস ভাষায় তুলে এনেছেন গাভী বিত্তান্ত, "একজন আলী কেনানের উথ্থানপতন" সহ অনেক উপন্যাস এবং গল্পে। অনুবাদ এবং সমালোচনা সাহিত্যেও তার অবদান অসামান্য “ফাউস্ট” বাংলা অনুবাদ সাহিত্যে একটি বড় সংযোজন। আর একটা বিষয় বলতে হয় শিল্প,সাহিত্যে প্রতিভা খোঁজার ব্যাপারে তিনি ছিলেন পাকা জহুরী হূমায়ন আহমেদ এর আজকের এই হূমায়ন আহমেদ হয়ে উঠার পেছনে বড় অবদান আছে এই আহমেদ ছফার, তদ্রুপ আমাদের কিংবদন্তী তূল্য চিত্রশিল্পী এস.এম.সুলতানকে স্বাধীনতা পরবতী বাংলাদেশে পরিচিত এবং প্রতিস্ঠিত করার ব্যাপারে তার অব দান অসামান্য। ব্লগে লিখতে ইচ্ছে করে প্রতিদিনই কিন্তু কোনটা ছেড়ে কোনটা করি, কত বই জমা হয়ে আছে পড়ার সময় পাচ্ছিনা,এছাড়াও শওকত হোসেন মাসুম ভাই যে মুভির লিস্ট দিচ্ছে কবে যে এগুলো সব দেখে উঠতে পারব বুঝতে পারছিনা। এর ভেত রে মঞ্চ নাটক পাগল ছোট ভাইয়ের পরামর্শ মত কবীর চৌধুরী অনুবাদ কৃত বেকেটের "Endgame" টা পড়ে শেষ করলাম, আমার ছোট ভাইটার একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে সে বই সম্পর্কে খুব আগ্রহী কিন্তু পড়তে গেলে তার ধৈর্য থাকেনা তখন আমার কাছে ঘ্যানঘ্যান করে আমি যেন বইটা পড়ে তাকে যেন সামারিটা শুনাই, এটা সে ছোটবেলা থেকেই করছে ।

তো তার জন্য আমি এখন পড়ছি ২০০০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী চীনা লেখক গাও শিনজিয়ান (Gao Xingjian) এর Soul Mountain, ইচ্ছা আছে এটা শেষ করার পর গাও শিন জিয়ান এবং বইটা নিয়ে একটা পোস্ট দেওয়ার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।