আমাদের কথা খুঁজে নিন

   

দেব জ্যোতি ভক্তর প্রবচনগুচ্ছ

জন্মের আগেও জম্নেছি বহুবার জন্মেছি আমি দ্রোহে সংগ্রামে, সরল বিদ্রোহে, আত্নতৃপ্তি পাওয়া কবিতায় জীবনের সাথে মিশে থাকা সকল বিন্দু, বৃত্ত অথবা রেখায়। জন্মের পরও জন্মাবো বহুবার পরাজয়ের পর জয়ের নেশায় ইহলোকে,পরলোকে, যে কোন গ্রহে বাস্তব অথবা কল্পনায়। মৃত্যর আগে

১ প্রেম আগুনের মতো, জ্বলার মতো সব কিছুতেই জ্বলে উঠতে পারে। ২ আলোর চাইতে অন্ধকার বেশি গাঢ়। ৩ স্বপ্ন চুরির ভয়ে অনেকেই স্বপ্ন দেখেনা।

স্বপ্ন দেখতে সাহস লাগে যা অনেকেরই নাই। ৪ ইতিহাস জীবিত তাই সুযোগ পেলেই বদলায়। ৫ জোর করে যারা ভাষার প্রয়োগ [অপপ্রয়োগ নয়] ঠেকাতে চায় তারা আসলে ভাষার মরণ চায়। ৬ যারা আত্নহত্যা করেনা তারা স্বপ্ন দেখতে পারে ও বদলাতে পারে। ৭ কোথাও কোথাও আধুনিকতা মানে উগ্রতা।

৮ বাস্তবতা এতটাই কঠিন যে মানুষ বিনয়ী হলে সন্দেহ করে। ৯ কিছু কিছু সত্য মিথ্যার মতো শোনা যায়। ১০ আশেপাশের মানুষগুলোকে ততোটাই সুন্দর দেখায় যতোটা তারা কুৎসিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।