আমাদের কথা খুঁজে নিন

   

কবি নির্লিপ্ত নয়ন এর কবিতা: সহসা দুয়ারে

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

০১. গানগুলো আঁধার, পাহাড়ে বেজেছিলো। সকল কথার মুখে বটপত্র গাছ হয়ে নিঃসঙ্গতার লোভে জমা হলো শাদা পতাকা। পারাপারের আগে কে ভাসে, আয়ু আসে-- জখমচিহ্নের বুকে চাঁদ, মদ! কলঙ্ক, ময়ূর যাতনার দেশে আজ শুধু নির্ঝর আঁধার... ০২. সবকিছু লিখে রাখতে ইচ্ছে করে। গানের কতোগুলো মোহর মদের ওপারে পাহাড় বাজায়-- মাটি। গুনগুন আপন মনের গাছভর্তি সবুজ পর্দা ঘেরা জানালার নীরব আর লেখা হবে না-- ‘আমার সকল কয়েদি সুধা।

’ বাতাস আউলে এভাবে জমেছে কানে কানে লালফিতে ও তৃণঘাস। কার পায়ের আলতায় গোপন কথাটি মোম গলে পড়লো? ঢেউ মাউথঅর্গান নিয়ে এসো। কয়েদির কাঁচের বাকশে নির্বাক সমুদ্র এসে বসুক-- স্তদ্ধতা। তার মাঝে ভেজাকাঠ-- ডুবে গেছে খুনি, লেখার আঙুল... -------------------------------------------------------------------------------- * এই কবিতা দুটি আমার সম্পাদিত কবিতার কাগজ জলপত্র দ্বিতীয় পর্বে প্রকাশিত হয়। নির্লিপ্ত নয়ন: একজন কবি এবং সাহিত্যসমালোচক।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অধ্যয়নরত। তার পাণ্ডুলিপির তেইশটি কবিতা বিকল্প কাব্যগ্রন্থ হিশেবে খনি শ্রমিকের আয়না নামে প্রকাশিত হয় চৈতন্য তৃতীয় সংখ্যায়। ব্লগে তার অন্য কবিতা: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।