বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
চিকনা জেডা (চিকনমিয়া ) এই ব্লগের কিংবদন্তীসম চরিত্র। মাইনাচ এবং বন্যবাদ নামক দুইটি জনপ্রিয় ব্লগীয় শব্দের প্রবর্তক। চিকনা জেডার মাইনাচ পাওয়ার জন্য অনেকেই আশান্বিত থেকেছেন। মাইনাস রেটিং এর মাঝেও আনন্দ থাকতে পারে এমনটা উপলব্ধি করাতে পেরেছিলেন চিকনা জেডা।
১৪ ফেব্রয়ারি ২০০৮, ভালোবাসা দিবসে চিকনা জেডা ব্লগে পোস্ট করেছিলেন সেই কালজয়ী পোস্ট।
সেই থিসিস হার মানিয়েছিল পূর্বতন সকল ভালোবাসার থিসিসকে। চিকনা জেডা বলেছিলেন- এ জগতে ভালোবাসা বলিয়া কিচুই নাই
আহা! কি অমর, অমিয় এক বানী!!
চিকনা জেডার গবেষণা শুধু ভালোবাসাতেই থেমে ছিল না। তিনি গবেষণা করেছেন আবেগ নিয়ে। তারপর প্রকাশ করেছেন আরেকটি বিখ্যাত থিওরী- আবেগই সকল নষ্টের গোড়া, হাচা কতা
চিকনা জেডার আরো কিছু বানী দেখুন
# কষ্টের মইধ্যে মজা আছে
# কোন কিছু আশা করি না
# বাস্তবতা বড়ই কঠিন
চিকনা জেডা আবার টেকি পোস্ট ও দিয়েছেন। লিখেছেন কবিতা।
কবিতাটা না পড়লে অনেক কিছুই মিস হয়ে যাবে। সুতরাং আসুন পড়ে নেই কবিতাখানা।
"রাইতে কারেন্ট থাকে না
গরমে ঘুমাইতে পারিনা
সকালে পানি থাকে না
গোছল করতে পারি না
রাস্তায় গাড়ি পাই না
অফিসে টাইমমত যাইতে পারি না
যাও গাড়ি পাই
জামে আটকাইয়া থাকি
শেষে বসের ঝাড়ি খাই"
এক বছর পরেও কবিতাও এখনো সময়ের সাথে মিলে যায়!! কি প্রতিভা চিকনা জেডার!!!
আমাদের চিকনা জেডার ফটুক
চিকনা জেডা ব্লগে এখন আর নিয়মিত না। গত ফেব্রুয়ারির পর আর কোন পোস্ট লেখেননি। এখনকার অনেক নতুন ব্লগারই হয়তো চিকনা জেডার তুমুল জনপ্রিয়তার কথা জানেন না।
চিকনা জেডারে অনেক মিস করি।
আজ ৩১ জুলাই। চিকনা জেডার শুভ জন্মদিন। যদিও ২০০৮ সালে জেডা বলিয়াছিলেন- এ জগতে ভালোবাসা বলিয়া কিচুই নাই; ইদানিং শুনি জেডা নাকি বিবাহ'র চিন্তা ভাবনা ইস্টার্ট দিয়েছেন।
যাই হোক চিকনা জেডার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।