আমাদের কথা খুঁজে নিন

   

হাবিব-ফুয়াদের ধারাবাহিকতায় এবার হৃদয় খান

গভীর কিছু শেখার আছে ....

সাম্প্রতিককালের ক্রেজের মধ্যে ফেরদৌস ওয়াহিদ তনয় হাবিব ওয়াহিদের পর আমরা পেয়েছি রিপন খান তনয় হৃদয় খান। চাইনা মেয়ে তুমি অন্য কারো হও গানটি দিয়ে ইয়ং জেনারেশনের নজর কেড়েছিলো হৃদয় খান। এরপর বেশ কিছু অ্যালবামের ফিচারিং করেছে সে। এতে করে তার মধ্যে সঙ্গীত প্রতিভা যে আসলেই রয়েছে তার কিছু নমুনা পাওয়া গিয়েছিলো। তাছাড়া হবেই না কেন, হৃদয়ের বাবা হলেন প্রখ্যাত জিঙ্গেল সম্রাট রিপন খান।

অসংখ্য হিট সব জিঙ্গেল তৈরি করেছেন রিপন খান। তার ছেলে যে ছোট যে তেমনই কিছু একটা হবে তার প্রমাণ হৃদয় খান স্বয়ং! চলতি সপ্তাহে রিলিজ হলো হৃদয় খানের ২য় অ্যালবাম বলনা। অ্যালবামের গানগুলো শুনে বেশ ভালোই লাগলো। অন্তত মনে হলো হাবিব, ফুয়াদের ধারাবাহিকতায় আরেকজন ভালো মিউজিশিয়ান পেলাম আমরা। সাধারণারণত অধিকাংশ মিউজিশিয়ানই তার প্রথম অ্যালবাম হিট করলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে না।

সাম্প্রতিক কালে এক্ষেত্রে বড় উদাহরণ হিসেবে বালামের কথা উল্লেখ করা যেতে পারে। বালামের প্রথম অ্যালবাম বালাম সুপার-ডুপার টিহ করার পর সকলেরই প্রত্যাশা ছিলো বালামের পরবর্তী অ্যালবামটিও হিট করবে। কিন্তু বালামের পরবর্তী অ্যালবাম বালাম টু আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। সেই হিসেবে হৃদয় সফল বলা যেতে পারে। কারণ যতটুকু জানি হৃদয়ের এ অ্যালবামটি তার প্রথম অ্যালবামের সাফল্যকে ছাড়িয়ে যাবে।

অনুরূপ বিষয়টি ঘটেছিলো হাবিব ও ফুয়াদের ক্ষেত্রেও। তাদের প্রতিটি অ্যালবামই বলা যায় সফলতার মাপকাঠিতে বেশ উঁচুতে। হৃদয় তার নতুন অ্যালবামে গানের কথা ও সুরে মেলোডিকে প্রাধান্য দিয়েছে। ফলে সহজেই গানগুলো 'টাচি সঙ' হিসেবে শ্রোতাদেরকে স্পর্শ করবে। গানে বিভিন্ন ইন্ট্রুমেন্টের ব্যবহার হৃদয় করেছে।

খুব হাই বিট গানে ইউজ করা হয় নি। বিশেষ করে অ্যালবামের একমাত্র ডুয়েট গান "অবুঝ ভালোবাসা"তে সেতারের যে ইউজ করা হয়েছে তার জন্য হৃদয় বাড়তি প্রশংসা পেতে পারে। ফুয়াদের ঢঙে Rap ইউজ করেছে হৃদয়। এতে করে গানগুলোর মধ্যে বিভিন্ন ফ্লেভার পাবে শ্রোতারা। এফএম রেডিওগুলোতে ইতিমধ্যে হৃদয় খানের এ অ্যালবামের গানগুলো বেশ জোরে সোরেই প্রচারিত হচ্ছে।

তবে মজার ব্যাপার হলো, হৃদয় তার প্রায় সব গানেই নিজের নাম অর্থাৎ "হৃদয়" শব্দটি ব্যবহার করেছে। গুড লাক হৃদয় খান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।