আমাদের কথা খুঁজে নিন

   

ঘর ছেড়ে আয় বাইরে

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

কেমন যে তোর স্বভাব ছাই ঘরেই থাকিস বাইরে নাই কেমন করে সারাটিক্ষন থাকিস নিজের ঘরে ? সুর্যটা রোজ বাইরে আসে রৌদ্র ছড়ায় স্ব উচ্চাসে একটি দিনও নেয়না ছুটি বন্যা বাদল ঝরে । ভোর না হতেই বাইরে পাখি বেড়িয়ে করে ডাকাডাকি প্রজাপতি মৌমাছিরাও বাইরে আসে রোজ, দখিন মাতাল হাওয়ার সাথে চাঁদ আসে দিন যাওয়ার সাথে সবুজ মাঠে নদীর ঘাটে পাইনা যে তোর খোজ বন্ধুরে তোর বন্ধ দুয়ার চল্ খুলে আজ যাইরে অনেক বেশি সুখ পাবি তুই ঘর ছেড়ে আয় বাইরে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।