আমাদের কথা খুঁজে নিন

   

কবি ব্লগার ভাস্কর চৌধুরীর কবিতা: নৈশব্দের সেই স্বরধ্বনি

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

তারপরও কিছু শব্দ ছুঁড়ে দিলাম নিয়ে যাও, আসো আমার এ দ্বারে যেখানে আমার সস্তা দরের কোনো এক ভিটায় দাঁড়িয়ে আমি... আর... তারপর হয়তো একাল সেকালের গল্পগুলো জোড়াতালি দিয়ে চলে যায় যায় দিগন্তের পারে আর কেউ ডাকে, আমি শুনতে পাই নৈশব্দের সেই স্বরধ্বনি... কিছু কথা আর ছবি এভাবেই ডাকে সময়ে অসময়ে হয় কথপোকথন... _______________________________ ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৯ ভাস্কর চৌধুরী http://www.somewhereinblog.net/blog/homeblog ভাস্করদা (কবি ব্লগার ভাস্কর চৌধুরী) দীর্ঘদিন কোনো পোস্ট দিচ্ছেন না। অথচ দেখি নিয়মিত আসা যাওয়া করেন। তাই ভাবলাম তাকে দিয়ে একটা কবিতা লিখিয়ে নিই। কবিতাটি তিনি লিখেছেন আমার সাথে; আমার অংশটা বাদ দিয়ে তারটা দুইটা অংশ জোড়া লাগিয়ে এই কবিতা। তার কবিতার একটা লাইন শিরোনাম হিশেবে দিলাম। তিনি কবিতাটি লিখেছেন এইখানে কমেন্টের ঘরে। http://www.somewhereinblog.net/blog/homeblog/28963847 অনুমতি না নিয়েই কবিতাটি আমার এই ব্লগে ছাপিয়ে দিলাম। দেখি তিনি আমাকে মারতে আসেন কিনা তিনি হয়তো মরেও গিয়ে থাকতে পারেন। কেননা তার ব্লগের শিরোনাম হিশেবে তিনি জন্ম তারিখের সাথে মৃত্যু তারিখও দিয়ে দিয়েছেন। ইন্নালিল্লাহ... যিনি ব্লগে ঘুরাঘুরি করেন-- হতে পারে তার ভূত...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।