আমাদের কথা খুঁজে নিন

   

এত সহসাই



তুমি রোদেলা অরন্যে একমায়া হরিন, তুমি তিব্র খরার পরেই যেন হূদয় বৃষ্টি দিন, জাদু করি এক ছোয়ায় তুমি বোদলে দেবে আমায়, আমি চোখ বুজে থাকি তুমি এলে পায় পায়ে, ভাবি নি এত সহসা পূর্ন হব ভালবাসায়। তুমি খুব চাওয়াব পরে যেন হাসলে এক ঝলক, আমি চাইনা কিছুই ত আর শুধু চেয়ে থাকি অপলক। অবাক এক প্রভায় কাছে টেনেছ আমায়, আমি রই যে ভাষাহীন অদ্ভুত সেই মমতায়। ভাবি নি এত সহসা পূর্ন হব ভালবাসায়। তুমি সাত সাগর দূরের যেন চমকে দেওয়া কাহিনী, আমি ক্ষুদ্র প্রজা যেই দেশের তুমি সেই দেশের রানি। মিষ্টি সুখের আসায় তুমি খুজে নেবে আমায়, আমি প্রান পনে ভাবি তুমি আমার সিমানায় শাকিব জাকির

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।