[এ কৌতুকটি ছোটবেলায় শুনেছিলাম, তবে ভিন্ন প্রেক্ষাপট নিয়ে। বর্তমান প্রেক্ষাপটের সাথে কিছু মিল দেখে পরিবর্তিত ও পরিবর্ধিত করে পোস্ট করলাম]
দুই রাশিয়ান কমিউনিস্ট ঠিক করলো অনেক তো সৃষ্টিকর্তাকে অস্বীকার করলাম; এবার একটু ধর্মে-কর্মে মন দেই! যেই ভাবা সেই কাজ। অনেক চিন্তা-ভাবনা করে তারা ঠিক করলো তারা ইসলাম ধর্মে দিক্ষিত হবে। তো, ইসলাম ধর্মে দিক্ষিত হবার আগে ইসলামী দেশগুলো ভ্রমণ করে যে দেশে মনে হবে উপরওয়ালার রহমত বেশি সে দেশ থেকে ইসলাম গ্রহণ করবে- এটা ভাবলো দু'বন্ধু। সফরের অংশ হিসেবে তারা ইরান, ইরাক, সৌদি আরব, তুরষ্ক, পাকিস্তান ভ্রমণ করে আসলো বাংলাদেশে।
বাংলাদেশে এসে তারা অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো, যে মসজিদের ইমাম সাহেব তাদের দিক্ষিত করছিলেন তিনি তাদের ইতিহাস শুনে প্রশ্ন করলেন- এতো পূণ্যভরা অন্যান্য দেশ রেখে তারা বাংলাদেশে কেন ইসলাম গ্রহণ করতে গেলেন। তারাতো সৌদী আরবে কাবা শরীফে অবস্থান করেও দীক্ষা নিতে পারতেন?
তখন, দু'বন্ধু উত্তর দিলো- অন্যান্য সব দেশ ঘুরে তারা দেখেছেন ওইসব দেশের সরকার প্রধান থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত একটা সিস্টেমে চলে। মানুষের তৈরি আইনকে মানে।
কিন্তু বাংলাদেশে শুধু ব্যতিক্রম।
এখানে কেউ কোনো আইন মানে না। সরকারপ্রধান থেকে শুরু করে মুচি পর্যন্ত সবাই অনিয়মে চলতে চায়। মোট কথা দেশে কোন শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা বাস্তবিক কাজ করে না। কিন্তু তারপরও মানুষ চলছে, ফিরছে, খাচ্ছে, ঘুমুচ্ছে। তো এসব দেখে আমাদের মনে হলো এ যখন একটা দেশের সরকার ব্যবস্থা তখন এ দেশ চলছে কী করে? নিশ্চয়ই এ দেশ চালাচ্ছেন ওপরওয়ালা!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।