একজন অলস মানুষ আমি
কাওরানবাজারে লালশাকের মুটি এক টাকা। করল্লা ৫ টাকা কেজি, বেগুন ৪ টাকা। অন্যান্য সবজির দামও কল্পনাতীত কম। কাঁচামরিচ কেজিপ্রতি ১০ টাকা। মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক বস্তা (৮৫ কেজি) চাল মাত্র ৩০০ টাকা।
মশুর ডাল ২০ টাকা কেজি। কিন্তু দাম এতো কমে যাওয়ার পরও ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না বিক্রেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে এই ছিল রাজধানীর কয়েকটি পাইকারি কাঁচাবাজারের চিত্র। খবর বিডিনিউজের। রাজধানীর পাইকারী কাঁচাবাজারগুলো বসে গভীর রাতে।
ঢাকার বাইরে থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো রাত ৮টা থেকে রাজধানীতে ঢুকতে শুরু করে। রাত এগারোটা থেকেই বিক্রি-বাট্টা শুরু হয়ে যায়। কিন' সোমবার রাতে প্রবল বর্ষণের কারণে রাজধানীর কোন পাইকারি কাঁচাবাজারই বসেনি। রাজধানীর রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় ঢাকার বাইরে থেকে আসা কাঁচামাল বহনকারী অনেক ট্রাক রাতে রাস্তায়ই আটকা পড়ে। কিছু ট্রাক মালামাল নিয়ে পাইকারি বাজারগুলোতে পৌঁছতে পারলেও সেখানে ছিল ক্রেতার অভাব।
এই আড়তের চাল ব্যবসায়ী শরিফ এন্টারপ্রাইজের আলমগীর হোসেন বলেন,মার্কেটের ১৭২টি দোকানের মধ্যে অর্ধেক দোকানেরই চাল-ডাল-চিনিসহ মেঝেতে রাখা সব পণ্যই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আজকালের মধ্যে ব্যবহার না করলে সব পঁচে যাবে। বাধ্য হয়ে লাখ লাখ টাকার ক্ষতি স্বীকার করে পানির দরে সব বিক্রি করে দিতে হচ্ছে। সোমবার রাতে কাওরানবাজারের চিত্র ছিল অনেকটাই অচেনা। খুচরা বিক্রেতাদের ভিড় ছিল না, ছিল না প্রতিদিনকার হৈ চৈ।
পাইকারি বিক্রেতারা পণ্যের পসরা সাজিয়ে বসার পরিবর্তে বরং জমে যাওয়া বৃষ্টির পানি থেকে কীভাবে মালামাল বাঁচাবেন, সেই পথই খুঁজে পাচ্ছিলেন না। কয়েকটি ট্রাক দাড়িয়ে থাকলেও, সেখান থেকে মালামাল নামানোর ছিল না কোনো তোড়জোর। অঝোর বৃষ্টির কারণে ভ্যান ও কুলিদের খুঁজে পাওয়াই ছিল দুষ্কর। বরাবরের মতোই রাতেও ট্রাক ভর্তি শাক নিয়ে এসেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বিক্রি করতে না পেরে এবং বৃষ্টিতে ভিজে পচে যাওয়ায় ওইসব শাক রাস্তার পাশে ফেলে দিতে দেখা যায়।
ভালো শাকের আটি বিক্রি হচ্ছিল মুঠি ১ টাকা করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।