১। আমার ধারনা,বাংলাদেশের প্রায় সকল মানুষই চায় রাজাকারদের বিচার হক। কিন্তু কারা প্রকৃত রাজাকার এই ব্যাপারে জাতি কেন যে আজও কোন ঐক্যমতে পৌঁছাতে পারে নি তা আমি আজও বুঝতে পারিনি………।
২। রাজাকার কোন দলবিশেষ বা গোত্রের নয়……বরং জাতির কলঙ্ক।
এই সব আগাছা যেই হোক না কেন, তাদের উপড়ে ফেলতে হবে। রাষ্ট্র পরিচালনায় থাকাতো দূরে থাক,এই দেশে বসবাসেরও তারা যোগ্যতা রাখে না……। ।
৩। “ইসলাম নিয়ে রাজনীতি” আর “ইসলামিক রাজনীতি” দুইটা ভিন্ন জিনিস……।
আশা করি বাংলাদেশের উঠতি নাস্তিকতা কোন মুসলমানকে এই ব্যপারে বিভ্রান্ত করবে না।
৪। শাহাবাগ এ না গেলে রাজাকার,গেলে দেশপ্রেমিক…। গেলে নাস্তিক,না গেলে আস্তিক……। এই ব্যপারগুলো আমার কাছে আপেক্ষিক মনে হয়……… কেউ ঘরে বসেও মন থেকে বিচার চাইতেই পারে,যার কাছে চাওয়া উচিত……।
৫। ২য় প্রফ এর পর থেকে ফাঁসি নিয়ে আমার এলার্জী শুরু হয়েছে…… তাই আমি মনে করি,রাজাকারদের ফাঁসি না দিয়ে বরং শিরোচ্ছেদ/পাথর নিক্ষেপে হত্যাই অধিক উপযুক্ত।
৬। “প্রজন্ম চত্ত্বর” আমাদের নিজস্ব এক চেতনার উৎস। একে “তাহরীর স্কয়ার” এর সাথে তুলনা করা অনর্থক।
N.B. এগুলো একান্তই আমার ব্যক্তিগত অভিমত। কারও অনুভূতিতে আঘাত করা অথবা কারও সাথে তর্কে যাওয়ার কোন অভিপ্রায় আমার নেই।
ধন্যবাদ।
বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।