আমাদের কথা খুঁজে নিন

   

নীল আঁচল

আকাশ ছুঁব...

নীল আঁচল -অদ্বিতীয়া সিমু আমি একটা রোদ লাগা ভোরে নীল শাড়ী পড়ে বারান্দায় দাড়ালাম। -কেন? -তুমি আসবে বলে। আমার হৃদয় জুড়ে একটা ঝড় বইছিলো আকাশ জুড়ে মেঘ বৃষ্টি ঝরেছিল কিনা জানি না তবে অশান্ত এক মন দেখেছিল পৃথিবী যে মনে উড়েছিল কষ্টের নীল আঁচল বলো, তুমি দেখেছিলে? জানি,তুমি কেন, পৃথিবীর কেউ দেখেনি অনুভব করেনি এতটুকু কষ্ট কারণ,তুমি বলে বাস্তবে কেউ আছে কিনা জানি না! শুধু জানি তুমি না থাকলেও আছে আমার নীল আঁচল কষ্টের নীল আঁচল...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।