আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ি-১



পাইন গাছে ঝুলছে ছেঁড়া ঘুড়ি... উড়েছিল ফুঁস করে বাতাস ভেঙে ভেঙে উঠেছিল সুউচ্চে- নতুন কিশোরের উচ্ছ্বসিত চোখের অবাক বিস্ময় হয়ে। দিন-দিন প্রতিদিন এলেবেলে ইচ্ছেগুলোকে জড়িয়েছে ঘুড়ির গড়নে, এঁকেছে আল্পনা, কত রঙের সুতো দিয়ে গড়েছে ধীরে ধীরে। কিন্তু ঐ সবহারা ঝড় যে জন্ম থেকে এতিম কি করে সইবে সুখের ঐশ্বর্য! ভেঙ্গে দিল মূহুর্তেই... দস্যু ছেলেগুলোও যেন অদম্য হয়ে উঠেছিলো, কেটে দিল! হু-হু করে আসা কান্নার রোল থামাতে পারেনি তাকে?! এতদিনের টুকরো টুকরো ভালোবাসা ভুলে হারাল সে?!...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।