আমাদের কথা খুঁজে নিন

   

এক বস্তা চাল ১৫০ টাকা!

zahidmedia@gmail.com

দুইদিনের টানা বৃষ্টি ঢাকার বিভিন্ন চালের গুদামগুলোতে ঢুকে যাওয়ার কারণে অনেক চাল নষ্ট হয়ে গেছে। এসব ভেজা চাল নিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ব্যবাসয়ীরা এ চাল এখন বিক্রি করছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকায়। বৃষ্টির পানিতে সারারাত ভেজা চালের এক একটি বস্তা বিক্রি করে দেয়া হচ্ছে মাত্র ১৫০ থেকে ২০০ টাকায়। কম দামে চাল কিনতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের গেটে মঙ্গলবার মানুষের ঢল নামে।

এখানে চাল বিক্রির দৃশ্য দেখলে মনে হয় বৃষ্টি ভেজা কর্মহীন দিনে গরীবদের মাঝে রেশনের চাল বিতরণ চলছে। মার্কেটের ভেতরেও ব্যস্ততার শেষ নেই। পুরো রাস্তা জুড়ে কাদা। আর ক্রেতার দাপাদাপি গুদাম ঘর আর চালের আড়তের চারপাশে। একটু কম ভেজা নাজিরশাইল অথবা মিনিকেটের বস্তাও সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ টাকা।

আর বেশি ভিজে যাওয়া চাল বলতে গেলে বিনামূল্যে বিলিয়ে দেয়া হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, “কেজির হিসেব নাই। এখন সব বস্তার হিসাবে বিক্রি হচ্ছে। যেগুলো বেশি ভিজেছে সেগুলো কেজি ৩ টাকা করে বিক্রি করছি। ”


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।