যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
কিয়ের এটিকেট আর কিয়ের পেটিকোট.....বাসা থেইক্কা বাইরাইয়া দুয়ারী পাড়া বাসস্টপে যাওনের আগেই দেখি গলা সমান পানি, সব ভাইসা যাইতাসে। মধ্যবিত্তের বিয়াপক মাস্তি। এরপর নাক ঘুরাইয়া হাইটা বেড়িবাঁধ, বেড়িবাধ থেইক্কা বাসে মাজার রোড।
মাজার রোড থেইক্কা হাইট্টা ৭০ টাকায় শ্যামলী পর্যন্ত সিএনজি।
ত্রি স্তরীয় প্যান্টের কল্যাণে নামাজী থেইক্কা বেয়াদপ সবই হওন যায়। আমাগো দেশে আব্রু অবশ্য মাইয়াগো বিষয়, পুরুষ বেডায় জিনিস দেখাইতে দেখাইতে ঘুইরা বেড়াইলেও কিছু হয় না, আর বৃষ্টিতে মাইয়াগো কাপড় ভিজলেই গেল গেল।
এদিকে শোভন কর্পরেটের অনেকে কাপড় নষ্টের ভয়ে আবার ঘরে ফিরা গেল, ইমেজ নষ্ট হবার ভয়ে।
মাঝখান দিয়ে কামের কামডা করল প্রকৃতি....কি জানি একটা লেখায় পড়ছিলাম না বন্যা সবাইকে এক সমতলে আইনা দিছে.....(রিলিফ ওয়ার্ক মনে হয়)।
মধ্যবিত্ত রোমান্টিক হইব, রেডিও শুনবো ব্লগ লিখবো, নিম্নবিত্ত ভাইসা যাইবো, উচ্চবিত্ত উচা গাড়ী আর উচা বাড়ী কিনবো। প্রকৃতিরে বিকৃতি না ঘটাইলে একই থাকবো.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।