আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
যথারীতি রাত দেড়টা পর্যন্ত ব্লগাই ঘুমাইতে যাই। বৃষ্টি মুখর রাতে ভালই ঘুম হইছিল। সকাল আটটার দিকে ঘুম ভাঙ্গে বউ এর চেচাঁমেচিতে। আমার উদ্দেশ্যে দেখি বউ একের পর এক ঝাড়ি বোমা নিক্ষেপ করতাছে।
আমি কিছুই শুনি নাই এমন ভান করে পুনরায় কাথা মুড়ি দিয়ে ঘুমের আয়োজন করতেই বউ ঝাটকা দিয়ে আমার কাথা টাইনা নিয়া মুখ ঝামটা দিয়ে বলে- মরার মত না ঘুমাইয়া নীচের দিকে চাইয়া দেখো।
নীচের দিকে চাইতেই মনে হইল আমি বোধহয় স্বপ্ন দেখতাছি। কারন আমি নিজেরে দেড় হাত পানির নীচে থুড়ি পানির উপরে আবিস্কার করি। গতকল্য একরাতের বৃষ্টিতেই আমার বাসায় দেড় হাত পানি ঢুইক্কা পড়ছে।
হায়রে আমার ডিজিটাল বাংলাদেশ।
সারা পৃথিবী ডিজিটাল হইলেও পুরান ঢাকা কি কখনো ডিজিটাল হইব?
বাসার কী কী মালামাল নষ্ট হইছে, কী করলে পানি ঢুকা বন্ধ হইবে এই সব বিষয় চিন্তা কইরা মাথায় জট না পাকাইয়া (এইটা আমি বউ এর উপ্রে ছাইড়া দিছি কারন সবসময় দেখা যায় বিপদে মেয়েদের মাথা ঠান্ডা থাকে বেশি) আমি চুপিসারে অফিসে আইসা ব্লগাইতাছি। আল্লায় জানে আজ দুপুরে কপালে খাওয়া আছে কি না বা আবারো বৃষ্টি হলে অবস্থা কী হবে? কিচ্ছু চিন্তা করতে পারতাছি না, মাথায় জট পাকাইয়া যাইতাছে । দোয়া রাইখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।