আমাদের কথা খুঁজে নিন

   

যাক আমাদের সন্তানদের নিরাপত্তাতো নিশ্চিত হলো।



দেশে যেভাবে আইন শৃংখলা অবনতি হচ্ছে, বেচে থাকাই দায়। বাজারে গুলি, হলে গুলি, রাস্তায় গুলি............। কখন যে একটা এসে নিজের গায়ে বিধে, ভয়েয় থাকি। তারপর স্ত্রী আর সন্তানরা ঘরের বাইরে যাওয়া আসা করছে। তাদের নিয়েয় বিপদে থাকি।

সন্ধ্যায় বসে ভাবছিলাম, আমি; আমার পরিবার মানে বউ এবং সন্তানদের নিরাপত্তা নিয়ে। কত পড়লাম, জানলাম, শিখলাম; তারপর পরিবারটাকে গড়লাম নিজ আত্বত্যাগে, হলফ করে বলতে পারি একটা অবস্হানে মোটামুটি তুলে এনেছি। এখন সন্তানদের ভবিষ্যত গড়তে চেস্টা চালিয়ে যাচ্ছি। এত কিছুর পরও, আমরা কেউ কি বলতে পারবো - আমরা নিরাপদ, আমার পরিবার নিরাপদ কিংবা সন্তানেরা? কে দেবে এর নিশ্চয়তা? খবর দেখছিলাম, খুশিতে মনটা ভরে গেলো!প্রধানমন্ত্রীর পরিবার এবং তার সন্তানদের নিরাপত্তা দেবে রাস্ট্র। বিষয় নিয়ে খুব আহলাদে আছি।

আমি একটু অন্যভাবে বিষয়টা দেখার চেস্টা করছি। এই প্রথম, রাস্ট্র পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা আরম্ভ করেছে মানে করলো! প্রধানমন্ত্রীর পরিবারেরটা হয়েছে, এর সাথে সাথে আমাদেরও নিরাপত্তা নিশ্চিত হবে। কারন এবার নিশ্চয় ঘটা করে নিরাপত্তা ব্যবস্হা ঢেলে সাজানো হবে রাস্ট্র কতৃক। কারন প্রধানমন্ত্রীর ও উনার বোনের পরিবার ও ছেলেপুলের সহ সবার নিরাপত্তা দেবে রাস্ট্র। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদেরটাও হয়ে যাবে বলে আমি মনে করি।

আমাদের সমাজের উনারাও একটা অংশ। পরিবারে নিরাপত্তা নিশ্চিত করতে হলে, সমাজটাকে নিরাপত্তা বলয়ে আনতে হবে। তাই আমরাও নিরাপদ। যাক আমাদের সন্তানদের নিরাপত্তাতো নিশ্চিত হলো। এরকম পদক্ষেপের জন্য সংশ্লিস্ট সবাইকে ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।