উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
কাছে এসেছে দূরের ঘ্রাণ, মনোবল্কলে ঢুকতে চাচ্ছে
খোলা পিঠের আওলানো রোদ
দেওয়ালে ছবি হয়ে উঠছেন বেণীবন্ধন;
তাঁর মুখের কাছে
অন্য মুখের ছায়া ভেঙে তারের ওপোর থেকে সরিয়ে
নিচ্ছে কাঠের ক্রন্দন।
মেঘসৃজনের ওষ্ঠে যার হারানো পথের ধুলো
ও পদচিহ্নে ভেসে উঠছে নথের যৌবন;
তাকে ফিরিয়ে এনেছে
বিভোর চুম্বন।
দুই দিকে দুইখানা মুখ, একখানা তারকাঁটায়
ঝলসে উঠছে নদী সঙ্গম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।