আমাদের কথা খুঁজে নিন

   

আজ সুখের অশ্ত্র হোক দুচোখে আমার ।



মনে পড়ে সুদুরের সেই দিনগুলো আজো পথে দেখা তবু যেন অচেনা অজানা মায়ারী সেই থুচোখে কিশোরী অপরুপা দেখেছি বুকের অতল গবীরে...ও... কান্তিবেলায় দাঁড়িয়ে কতকাল পেরিয়ে...ব্দুরে... ভাবিনি কখনো এভাবে দেখা হয়ে যাবে.. আজ সুখের অশ্ত্র হোক দুচোছে আমার ভুল মা দাও.যদি ভুল হয়ে থাকে এসো আর কাছে..মিলন-বিরহ মেলায় কান্তিবেলায় দাঁড়িয়ে কতকাল পেরিয়ে বন্দুরে... ভাবিনী কখনো এভাবে দেখা হয়ে যাবে... আজ সুখের অশ্ত্র হোক দুচোখে আমার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।