আমাদের কথা খুঁজে নিন

   

আজ নির্জন

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

জীবনের কতো দিনগুলি পেরিয়ে গেছে জীবন থেকে, সেই দিনগুলি আজও স্বপ্ন হয়ে ভাসে চোখে। বর্ণাঢ্য সেই দিনে সুনীল আকাশের বুকে অসংখ্য ঘুড়ি, কতো রঙ-বেরঙের প্রজাপতির মুখরিত করে রাখা সুনীল আকাশ; মাতাল হাওয়ায় ধূলোয় ধূসরিত হওয়া চারপাশ। বাদলের অঝর ধারার মধ্যে স্নান করা, সন্ধ্যায় সূর্যটা নিভে গেলে ঘরে ফেরা। রাতের আকাশে হাজারও তারার মাঝে একখানি চাঁদ, নয়নাভিরাম সেই দৃশ্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা; জীবনের অমলিন সেই স্মৃতিগুলি মনের প্রকোষ্ঠে আজ নির্জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।