আমাদের কথা খুঁজে নিন

   

এই যে শ্রাবণ নামছে

ডুবোজ্বর

২৭০৭০৯ এই যে শ্রাবণ নামছে এই যে শ্রাবণ আমার তেঁতুলপাতায় এইখানে হিজলবনে শিরায় শিরায় এই যে রক্তের স্রোতে সে কী নিবিড় আবেশে এই ফুলঝরা সকালের সুর এই ডাকে কাঁপছে সুদূর এই কাদাবন প্লাবন ডাকে কোথাও পাহাড়ে পাহাড় কাঁপে উপত্যকা লীন হায় দিবসের যতো দিন এই যে সকালে আমি আছি জেগে আছি কার পাহারায় কার পাহারায় কে জানে আমার দেয়ালে আঁকা গাঁয়ের নাম আমার মশারিতে বিজলিচিহ্ন আমার সিক্তচুল আমার ভুরুতে কাঁপছে বকুল একটা আকাশ এঁকে টোটেমের রাত একটা মাঠ এঁকে অনিমেষ সংহার এই যে শ্রাবণ নামে এই যে আমের বনে কোথাকার ঘ্রাণের জাদুকর চুল তার মাটির দীঘল পথ এই যে শ্রাবণ আমি শূন্যতা সকাল ১১টা ৩০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।