আমাদের কথা খুঁজে নিন

   

ফলে পিছিয়ে নেই ঢাকা কলেজের 'রাজনীতি সচেতন' ছাত্ররাও

আমি কিছুই লিখব না।

ছাত্র রাজনীতির কারণে অনেক অভিভাবকের কাছেই ঢাকা কলেজ ভীতিকর হলেও ভাল ফলে পিছিয়ে নেই এ কলেজের 'রাজনীতি সচেতন' ছাত্ররাও। ঢাকা বোর্ডের সেরা তালিকায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ঢাকা কলেজ ৭ম। কলেজের মোট ৯২০ জন ছাত্রের মধ্যে ৩৫৯ জন জিপিএ- ৫ পেয়েছে। ছাত্রদের ফলাফলে খুব খুশি কলেজের অধ্যক্ষ ড. সিরাজ উদ্দীন আহমেদ।

তিনি জানান, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক মিলিয়ে কলেজের ৯২০ জন ছাত্রের মধ্যে ৮৮৩ জন পাস করেছে। ৩৭ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৫ দশমিক ৯৮ ভাগ। অকৃতকার্য হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, "অনেকেই পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়েছে। কেউ পরীক্ষার সময় অসুস্থ ছিল।

আর কিছু অনিয়মিত ছাত্রকে আমরা শেষ পর্যন্ত বাগে আনতে পারিনি। এদের অভিভাবকদের সঙ্গে বারবার যোগাযোগ সত্ত্বেও তারা কোনও সাড়া দেননি। এরাই ফেল করেছে। " ঢাকা কলেজের ছাত্র রাজনীতি প্রভাবিত পরিবেশ সম্পর্কে তিনি বলেন, "হ্যাঁ, আমাদের ছাত্ররা একটু বেশি রাজনীতি সচেতন। " "তবে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রদের আমরা ছাত্র রাজনীতি থেকে দূরে রাখার সব রকম বন্দোবস্ত করে রেখেছি।

তাদের সহজে চেনার জন্য ইউনিফরম বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাসের সময়সূচিও সেভাবেই তৈরি করা হয়েছে যাতে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।