zahidmedia@gmail.com
শনিবার দুপুরে ফল ঘোষণার আগেই ঢাকা বোর্ডের সেরা কলেজগুলোতে অভিভাবক ও শিক্ষার্থীরা ভিড় জমান। এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর পরই শুরু হয় চিৎকার আনন্দ উচ্ছ্বাস। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দে মেয়ে ওঠে ছাত্র-ছাত্রীরা।
ঢাকা বোর্ডে এইচএসসিতে উত্তীর্ণের হার ৭১ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার দিকে থেকে ঢাকা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- (শীর্ষ থেকে) নটরডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ, ঢাকা কমার্স কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, রাজউক মডেল কলেজ (উত্তরা), মাইলস্টোন কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
শতভাগ উত্তীর্ণের দিক থেকে সেরা কলেজ হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, কোয়ালিটি এডুকেশন কলেজ, এসওএস হারম্যান জার্মান কলেজ, হলি চাইল্ড কলেজ, সাউথ পয়েন্ট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।
নটরডেম কলেজঃ আনন্দে উন্মাতাল জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ঢাকা বোর্ডের সেরা নটরডেম কলেজ। বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস চলেছে ক্যাম্পাস জুড়ে। কাঁধে ঢোল। হাতে হাতুড়ি।
বাদ্য চলছে অনবরত। প্রবল হর্ষধ্বনি। অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকরা সকাল থেকেই ভিড় করেন কলেজ প্রাঙ্গণে। নোটিশ বোর্ডে রেজাল্ট উঠার পরপরই আনন্দধ্বনিতে মুখর চারদিক। কেউ একে অন্যকে জড়িয়ে আনন্দ প্রকাশ করছেন।
কারো মন খারাপ। তবে মন ভালোর সংখ্যা বেশি। ক্যামেরার ফ্লাশ জ্বলছে। টিভি ক্যামেরা-সাংবাদিক হাজির। সাক্ষাৎকার দিচ্ছেন কেউ।
কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে সরবরাহ করা এক সংক্ষিপ্ত ফলাফল জানানো হয়। তাতে দেখা গেল ২৩২৬ জন পরীক্ষা দিয়েছে। পাস করেছে ২,২৯৭ জন। মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১২০৭ জন।
ঢাকা সিটি কলেজঃ দুপুরে ফল ঘোষণার আগেই ঢাকা সিটি কলেজের মাঠে জড়ো হন অভিভাবক ও শিক্ষার্থীরা।
মাইকে একে একে বিভাগ ভিত্তিক রেজাল্টের ঘোষণা শুনেই চিৎকার দিয়ে ওঠে সবাই। এরপর দেয়ালের বোর্ডে কাঙ্ক্ষিত স্থানে নিজেদের রোল নম্বর দেখেই শুরু হয় আনন্দ উচ্ছ্বাস। চলে বাদ্যযন্ত্রের তালে তালে তাল মেলানো। পুরো কলেজ মেতে ওঠে উল্লাসে। এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের স্কুলগুলোর মধ্যে ঢাকা সিটি কলেজ জিপিএ ৫-এর হিসাবে ২য় স্থান অর্জন করেছে।
ঐতিহ্যবাহী এ কলেজের ২,৪৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৪৭১ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯৩৪ জন। উত্তীর্ণের হার ৯৯ দশমিক ১৬ শতাংশ।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজঃ দুপুরে ফল ঘোষণার সাথে সাথে ছাত্রছাত্রীরা বাঁধভাঙা জোয়ারের মতো আনন্দে মেতে ওঠে। কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও অভিভাবকরাও এতে যোগ দেন।
এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের স্কুলগুলোর মধ্যে ঢাকা সিটি কলেজ জিপিএ ৫-এর হিসাবে ৪র্থ স্থান এবং শতভাগ পাশের দিক থেকে ১ম স্থান অর্জন করেছে। ঐতিহ্যবাহী এ কলেজের ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৬ জনই জিপিএ ৫ পেয়েছে। পাসের হার শতকরা এক শ’ ভাগ।
ঢাকা কমার্স কলেজঃ কলেজের এ সাফল্যে কর্তৃপক্ষ আল্লাহর শুকরিয়া আদায় করতেও ভোলেনি। সেজন্য মাইকে বারবার ঘোষণা দেয়া হয় ‘আল্লাহর রহমতে আমাদের স্কুল ভালো করেছে তোমরা সবাই আনন্দ করো, আনন্দ করো।
’ সেই আনন্দ চলে প্রায় বিকেল অবধি। এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের স্কুলগুলোর মধ্যে ঢাকা সিটি কলেজ জিপিএ ৫-এর হিসাবে ২য় স্থান অর্জন করেছে। ঐতিহ্যবাহী এ কলেজের ১,৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮১৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০৯ জন। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়। দুপুরে ফলাফল ঘোষণার পরপরই শুরু হয় উচ্ছ্বাস। উচ্ছ্বাসে মেতেছেন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সবাই। ছাত্রছাত্রীরা দল বেঁধে ‘আইডিয়াল’ ‘আইডিয়াল’ বলে স্লোগান দিতে থাকে। বের হয় আনন্দ মিছিল।
এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের স্কুলগুলোর মধ্যে আইডিয়াল স্কুল এন্ড কলেজ জিপিএ ৫-এর হিসাবে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। ঐতিহ্যবাহী এ কলেজের ৯৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭৩ জন পাশ করেছে। জিপিএ- ৫ পেয়েছে ৩৯৩ জন। পাসের হার শতকরা ৯৮ দশমিক ৭৮ শাতংশ।
এছাড়া জিপিএ-৫ পাওয়ার দিকে থেকে ঢাকা বোর্ডের সেরা ভিকারুননিসা নূন কলেজে ১,১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৮০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৫৩১ জন, পাশের হার শতকরা ৯৭ দশমিক ৯১ শতাংশ; ঢাকা কলেজে ৯২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৩৫৯ জন, পাশের হার শতকরা ৯৫ দশমিক ৯৮ শতাংশ; হলিক্রস কলেজে ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৩৩৯ জন, পাশের হার শতকরা ৯৯ দশমিক ৩০ শতাংশ; রাজউক মডেল কলেজে (উত্তরা) ৫৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন, পাশের হার শতকরা ৯৯ দশমিক ৮২ শতাংশ; মাইলস্টোন কলেজে ১,০৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১,০৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ২২৯ জন, পাশের হার শতকরা ৯৯ দশমিক ৩৫ শতাংশ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ২১৭জন, পাশের হার শতকরা ৯৯ দশমিক ৩৫ শতাংশ।
উত্তীর্ণের দিক থেকে সেরা কলেজ হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, কোয়ালিটি এডুকেশন কলেজ, এসওএস হারম্যান জার্মান কলেজ, হলি চাইল্ড কলেজ, সাউথ পয়েন্ট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে চলছে আনন্দের বন্যা। চলছে মিষ্টি বিতরনের প্রতিযোগিতা। তপ্তদুপুরে তীব্র রোদ উপেক্ষা করে হাঁসি আর আনন্দে একাকার হয়ে গেছে ঢাকা বোর্ডের সেরা কলেজ গুলোর আঙ্গিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।