আমাদের কথা খুঁজে নিন

   

সময় হয়েছে আজ

.. ধরো............ এক যোগে সব দল বেঁধে আজ ধরো জনগণের ভালোবাাস আর বিশ্বাস নিয়ে রাজনীতি আর ব্যবসা করে যারা। এসো এক জোঁটে আজ এদেশ থেকে তাড়াও। ধর্ম যাদের কর্ম তো নয়- রাজনীতিরই হাতিয়ার বিদেশ গিয়েও কুটনীতি আর ধর্ম নামের ব্যবসা করে যারা তাদের তাদের। বুঝিয়ে দাও ওদের আজ বুঝিয়ে দাও। শত সহস্র দীপ্ত কন্ঠে বুঝিয়ে দাও।

জনগণ বিমূর্ত কোন শিল্প নয় জনগণ কারো পটে আঁকা চিত্র নয়, জনগণ কারো দাসও নয়। এই যে বিস্তৃত সবুজ বন দিগন্ত জোড়া ফসলের সবুজ ক্ষেত জনপদ শুধু জনপদ আর কল - কোলাহল। নদীর পর নদী শ্রমে-ঘামে-ত্যাগে-প্রেমে নদী মিশে যায় সাগরে সাগরের ঢেউ আছড়ে পড়ে পাহাড়ে। এইসব কিছু নিয়ে- জনগণ-জননী- জন্মভুমি। তোমারা বাচাঁবে তারে শত সহস্র বজ্র কন্ঠে বুঝিয়ে দাও এবারে।

একজনসচেতন মায়ের অনুভূতি [আমি সেই মায়ের হয়ে পোস্ট করলাম, কারণ তাঁর কোন ব্লগ নেই] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।