আমি জানি ভাল কিছু করার মাঝে প্রকৃত আনন্দ । আমি সব ভালদের সঙ্গী হতে চাই।
যারা বিশ্বের সকল দেশের দুর্নীতি নিয়ে কথা বলে তাদের দেশেই দুর্নীতির দায়ে ৪৪জন গ্রেফতার হল। যুক্তরাষ্ট্রে ফেডারেল গোয়েন্দা সংস্থা ‘এফবিআই' এর দুর্নীতি তদন্তে বৃহস্পতিবার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ইহুদি ধর্মযাজকসহ ৪৪ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে রয়েছেন নিউ জার্সির তিন মেয়র এবং রাজ্যের বিচারবিভাগের দুই সদস্য।
এর মধ্য দিয়ে বেরিয়ে এসেছে রজনৈতিক দুর্নীতি, কিডনি পাচার এবং অর্থ আত্মসাতের মতো নানা কেলেঙ্কারি। কর্মকতারা একথা জানিয়েছেন।
নিউ জার্সি এবং কাছাকাছি নিউইয়র্কে ১০ বছরব্যাপী এই দুর্নীতি তদন্তে প্রায় ৩০০ এফবিআই কর্মকর্তা বহু জায়গায় তল্লাশি চালিয়ে এতোজনকে গ্রেপ্তার করেছে।
নিউজার্সির নেওয়ার্কে মার্কিন এটর্নির কার্যালয় জানিয়েছে, ‘অপারেশন বিগ রিং' নামক এই অভিযান থেকে বেরিয়ে এসেছে সরকারি কর্মকর্তাদের প্রভাব-খাটানো এবং ঘুষ-গ্রহণ দুর্নীতির নেটওয়ার্কসহ বহু মিলিয়ন ডলারের অর্থ-আত্মসাতকারী চক্র। যার সঙ্গে জড়িত রয়েছে স্থানীয় র্যা বাই পরিচালিত বিভিন্ন দাতব্য সংস্থা।
গেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন, নিউ জার্সির হোবোকেন মেয়র পিটার কাম্মারানো, সেককাস মেয়র ডেনিস এলওয়েল, জার্সি সিটির ডেপুটি মেয়র লেওনা বেলডিনি, রিজফিল্ড মেয়র এন্থনি সুয়ারেজ, রাজ্যের বিচারবিভাগীয় সদস্য হারভে স্মিথ ও ডেনিয়েল ভ্যান পেট, নিউ জার্সির র্যা বাই এলিহু বেন হেইম, নিউ ইয়র্কের র্যা বাই সউল কাশিম ও মোরদেশাই ফিস এবং নিউ জার্সির র্যা বাই এডমুন্ড নাউম।
ব্রুকলিনের র্যা বাই লেভি আইজ্যাকের বিরুদ্ধে এক দশক ধরে কিডনি পাচারের অভিযোগ রয়েছে। ১০ হাজার ডলারের কিডনি কিনে তা ১,৬০০০০ ডলারে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অন্য কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ১০ হাজার ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ২৫ হাজার ডলার ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে হোবোকেন মেয়র কাম্মারানোর বিরুদ্ধে।
এরকম দুর্নীতির অভিযোগ রয়েছে রাজনীতিবিদসহ আরও প্রায় ২৯ জনের বিরুদ্ধে। এছাড়া, অন্তত ১৫ জনের বিরুদ্ধে অর্থ আত্মস্যাতের অভিযোগ রয়েছে।
নিউজার্সি জুড়ে অভিযুক্তদের বেশির ভাগই গ্রেপ্তার হয়েছে বৃহস্পতিবারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।