আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিক-রকিবুলের কৃতিত্বে প্রস্তুতি ম্যাচেও জয় পেল টাইগাররা



২৫ জুলাই, শনিবার (আরটিএনএন)- টেস্ট সিরিজের পর এবার প্রস্তুতি ম্যাচেও জয় পেল টাইগাররা। ওয়ানডে সিরিজ শুরুর আগের একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভাইস-চ্যান্সেলর একাদশকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে বাংলাদেশের খেলোয়াড়দের মনোবল আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে সফরকারীরা। অপরদিকে স্বাগতিকরা ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৫১ রান।

ফলাফল ১৬ রানে জয়ী বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় ক্যাপ্টেনসির দায়িত্ব পান মুশফিকুর রহিম। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু শুরুতেই ক্যারিবীয়দের বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। এ সময় দলের বিপর্যয় রোধে মূর্তিমান আকার ধারণ করেন মুশফিক।

ছক্কা ও চারের বাউন্ডারির মাধ্যমে ৮২ রান সংগ্রহ করে অপরাজিত ছিলেন। আর রকিবুল করেন ৪২ রান। ব্যাটিংয়ে নেমে রাজ্জাক-রিয়াদদের মিতব্যয়ী বোলিংয়ের মুখে পড়ে স্বাগতিকরা খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে তারা। ফিলিপস ৪৯, ক্লার্ক ২৯ আর ওয়ালটন ২১ রান করেন।

আগামী ২৬ জুলাই ওয়েস্ট ইন্ডিজ মূল দলের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এ সিরিজের বাকি দুটি খেলা হবে ২৮ ও ৩১ জুলাই click here

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।