আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!! মনিটরের নীচের কর্নারে বার বার চোখ যাচ্ছিল, একটা একটা করে ই-মেইল নামছে, কতগুলো নেমেছে বলতে পারিনা, চোখ খালি সময় গুনছে, আগে দাঁড়াবো, সবাইকে ডাকবো.........কিন্তু হটাৎ একটা ডাক "ফাহীম দাঁড়াও, সময় হয়েছে"............আমি অবাক চোখে তাকালাম। যাকে নিয়ে যা ভাবিনি তেমনি একজন আমাকে ডেকে বলছে দাড়াও !!! দাঁড়িয়ে দেখলাম যে যার ডেস্ক এর সামনে দাঁড়িয়ে... এই সেই প্রতীক্ষিত তিনটা মিনিট, একাত্মতার তিনটা মিনিট। গর্বিত আমি......খালি ব্লগে, facebook এ কীবোর্ড ভেঙ্গে ফেলা লিখিয়েরাই না, শাহবাগের তরুনরাই না, তাদের সাথে দাঁড়িয়েছে আজ ৪২ বছর ধরে অপেক্ষ্যমান অপরাজনীতির আগুনে পোড় খাওয়া নীরব, নিঃস্বার্থ, আসল শক্তি এইদেশের কোটি কোটী দেশপ্রেমিক হৃদয়, তথাকথিত স্বঘোষিত নিরেপেক্ষ টিভির ক্যামেরা আর পত্রিকার চোখে যারা সাধারন মানুষ (!!!!!) আমি বলি এরা সাধারণ নয় এরাই অসাধারন, এরাই শক্তি, ৫২ থেকে আজ অবধি.............................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।