আমাদের কথা খুঁজে নিন

   

"Jane Eyre" (‘জেন আইরী’)



সবাই কি সুন্দর লেখে! অনেকদিন কিছু লেখাও হয়নি। আজ তাই কিছু লিখতে মন চাইল। Mgm চ্যানেলে অনেকদিন আগে একটা মুভি দেখি......গল্পটা খুব ভাল লেগেছিল। খুব যে বুঝেছিলাম তা নয়......তবু যেটুকু মনে আছে লিখছি। কিন্তু আফশোস মুভির নামটা ভুলে গেছি...শুধু মাথায় আছে ‘জেন আইরী’.... ‘জেন আইরি’ একদম অন্য ধরনের , যেন সত্যি ঘটছে-মনকে স্পর্ষ করে।

যতদূর সম্ভব ইংলেন্ডের অষ্টাদশ শতকের পটভূমি... কোন এক প্রাচীনপন্থী হোস্টেলে মা-বাবা হারা জেন বড় হচ্ছে। ছবি আঁকতে ভালবাসে। মিথ্যাকে প্রশ্রয় দেয় না-বন্ধুর উপর অন্যায়ের প্রতিবাদ করে। যদিও শেষে সেই প্রিয় বান্ধবীর মৃত্যু হয়। জেনের শিক্ষার্থী জীবন শেষ হলে হস্টেল ছারতে হয়।

সে দূরে এক বিশাল দূর্গে একটি বাচ্চা মেয়ের গভর্নেসে্র চাকরি নিয়ে চলে আসে। সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে সে মুগ্ধ হয়। যখন সে দূর্গে এই চাকরি নিয়ে আসে তখন সেখানে কেবল বাচ্চা মেয়েটি ও কিছু কাজের লোকের সাথে তার পরিচয় হয়। মেয়েটির সাথে তার খুব বন্ধুত্ব হয় এবং তাকে শিক্ষাদান করতে থাকে। একদিন দূর্গ থেকে কিছু দুরে জেন যখন একা ঘুরছে তখন শহর থেকে আগত এক ঘোড় সওয়ার তাকে লক্ষ করে।

এতে জেন কিছু অপ্রস্তুত হয়। সে সময় লোকটি ঘোড়া থেকে পরে যায়। জেন এগিয়ে গিয়ে তাকে সাহায্য করতে যায়। লোকটি তার পরিচয় যানতে চায়। (জেন যে অভিনয় করছে তাকে আগে কখন দেখিনি, একদম সাজেনি, সুন্দরী তবে অন্যরকম- খুব শান্ত, ঠান্ডা-বাচ্চা মেয়ে উনিশ-কুড়ির মত বয়স।

) পরে জেন ক্যাসেলে ফিরে যানতে পারে ওই লোকটিই ক্যাসেলের মালিক ও তার স্টুডেন্টের বাবা। ভদ্রলোক মাঝবয়সি এবং জেন্টলম্যান। একে কেবল চিনলাম......যতদুর মনে হল Liam Neeson। ধিরে ধিরে দুটি সুন্দর মানুষ পরস্পরের প্রতি আকৃষ্ট হয় এবং কাছাকাছি আসে। জেন যানে ভদ্রলোক বিপত্নীক।

তাদের বিয়েও ঠিক হয়। এসময় শহর থেকে ভদ্রলোকের বড়লোক আত্মীয়রা আসে এবং জেনকে এড়িয়ে ভদ্রলোকের সমালোচনা করতে থাকে। এতে জেন চিন্তিত হয়। শেষে বিয়ের দিন জেন যানতে পারে এই ক্যাসেলেরই এক গুপ্তস্থানে ভদ্রলোকের উন্মাদ স্ত্রীকে আটকে রাখা হয়েছে। যাকে এত বিশ্বাস করেছিল জেন তার কাছ থেকে এত বড় আঘাত সে সহ্য করতে পারে না।

যদিও ভদ্রলোকের নিসঙ্গ জীবনে জেনই মুক্তির আলো। জেনকে সেও প্রচন্ড ভালবেসে ফেলে। তবু সব ছেরে জেন তার আন্টির কাছে শহরে চলে যায়। প্রচন্ড রকম সে ভেঙ্গে পরে। এদিকে কোনভাবে ভদ্রলোকের উন্মাদ স্ত্রীর কাছে সব খবর যায়।

সে দূর্গে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে দৌড়ায়। ভদ্রলোক স্ত্রীকে বাঁচাতে আগুনে ঝাঁপ দেয়। শহরে জেনের মনে একটুও শান্তি নেই! সে ধিরে ধিরে সুস্থ হলেও ভদ্রলোকের ডাক সব সময় শুনতে পায়। শেষ পর্যন্ত থাকতে না পেরে জেন আবার সেই গ্রামে, সেই ক্যাসেলে আসে। কিন্তু ক্যাসেলের সেই আগের সৌন্দর্য আর নেই।

যেন পোড়ো ভাঙ্গা বাড়ি! বাইরে থেকে দেখে সন্দেহ হয় ভেতরে আদৌ কেউ আর নেই। কেবল জেনের সারা পেয়ে বাড়ির পুরানো পোষা কুকুরটি দৌড়ে আসে। ভেতর থেকে তখন মালিকের ডাক শোনা যায়, কুকুরটিকে ডাকছে। কুকুরটার সাথে জেন ভেতরে এসে দেখে তার প্রিয় মানুষটি অন্ধ ও অসহায় হয়ে পরেছে। জেন আবার তাকে উঠে দাড়াতে সাহায্য করে।

তারা দু’জন বাইরে উন্মুক্ত প্রকৃতির মাঝে এসে দাঁড়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।