আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দুর এক রাতের কাহিনী..........................................

নিজেকে জানুন................

গতকাল রাতের কাহিনী বলি.......রাত ২ টার সময় পড়াশুনা শেষ করে ভাবলাম এখন ঘুমানো যাক কিন্তু তত্ক্ষণাৎ কারেন্ট অর্থাৎ পাওয়ার চলে গেল । কি আর করার রুম থেকে বেরিয়ে বারান্দায় বসে থাকলাম...বারান্দায় থাকতেই ৩ বার কারেন্ট অর্থাৎ পাওয়ার আসল এবং গেল.......এরপর ঘুমাইলাম রাত ৩:৩০ মি: কিন্তু আবার ৪:৩০ মি: কারেন্ট অর্থাৎ পাওয়ার চলে গেল । আর ঘুমাতে পারলাম জেগে থাকলাম ফজরের আযান পর্যন্ত তারপর কারেন্ট অর্থাৎ পাওয়ার আসল । ঘুমাতে গেলাম.................পরদিন ১১ টায় ঘুম থেকে উঠলাম....রাতের কারণে দিনটাই শেষ........আপনারা কি তারপরেও বলবেন...পাওয়ার সেভ হচ্ছে.....যদি তাই হয় তাহলে বলা যেতে পারে লোডশেডিং করে পাওয়ার সেভ করা হচ্ছে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।