আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবের মৃত্যু

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

জানুয়ারী ১, ১৯৭৫, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধ পুনরায় প্রকাশিত হয় দ্যা লেজারে। আমলাতান্ত্রিক জটিলতা উন্নয়নের অন্তরায় এবং সেখানে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময় জাতিসংঘের অনুমান ছিলো, যদি দেশটিকে ১.৫ বিলিয়ন ডলার অনুদান দেওয়া হয় তবে দেশটি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে, দাতা দেশগুলো ৩ বিলিয়ন ডলার অনুদানের অঙ্গীকার করলেও দেশটিতে এখনও প্রশাসনিক কাঠামো গড়ে উঠতে পারে নি। দেশের মানুষের গড় আয় ৬০ থেকে ৭০ ডলার। দেশটির প্রতিষ্ঠিত একজন অর্থনীতিবিদ মন্তব্য করেছেন, আমি জানি না এরপরে কি ঘটবে, আমি সব আশাই ছেড়ে দিয়েছি।

এমন কি আমার নিজের পরিবারের ভরণপোষণের সামর্থ্যও আমার নেই। গত বছরের চালের মূল্যস্ফ্রীতি ছিলো ২৪০ শতাংশ। দেশটির প্রধান রপ্তানী দ্রব্য পাটজাত পণ্যের উৎপাদন হ্রাস পেয়েছে, স্বাধীনতাপূর্ব সময়ের চেয়ে বর্তমানে পাটজাত দ্রব্যের উৎপাদন ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থনৈতিক দুর্দশা এবং সীমাহীন দুর্নীতির কারণে দেশটির মানুষ শেখ মুজিব এবং আওয়ামী লীগের তীব্র সমালোচনা করছে। একজন সম্পাদক মন্তব্য করেছেন, বিষয়টা দুঃখজনক, বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হয় একজন উপজাতি সর্দার একটি গ্রাম শাসন করছেন তার নিজের পছন্দের ব্যক্তি এবং অনুগত আত্মীয়দের দ্বারা।

জানুয়ারীর ২৫ তারিখে শেখ মুজিবর রহমান সংবিধান সংশোধন করে নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী হলেন। এটিকে তিনি দ্বীতিয় বিপ্লব হিসেবে ঘোষণা করেছেন। শেখ মুজিবর রহমান অনুমাণ করছেন এই সর্বময় ক্ষমতা তাকে দেশের দুবৃত্তদের নিয়ন্ত্রন করতে এবং দুর্নীতিগ্রস্থ সরকারী কর্মকর্তাদের নিয়ন্ত্রন করতে সহয়তা করবে। আগস্ট ১৫, ১৯৭৫, ইসলামপন্থী সামরিক বাহিনীর সদস্যরা গতকাল এক ক্যু এর মাধ্যমে সমাজতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশে। শেখ মুজিবর রহমান তার নিজস্ব দেহরক্ষীদের গুলিতে নিহত হয়েছেন।

আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোশতাক আহমেদ পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহন করেছেন। রেডিও সম্প্রচারে ঘোষণা করা হয়েছে, খন্দকার মোশতাক তিন বাহিনীর প্রধান , ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইজি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী এবং জাতীয় রক্ষীবাহিনীর প্রধানের সমর্থন পেয়েছেন। দেশের মানুষ মসজিদে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করে এবং শোকরানা নামাজ আদায় করে। দেশটির নাম বদলে রাখা হয়েছে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে।

এই উপলক্ষে বিশেষ বেতার ভাষণে নবনিযুক্ত রাষ্ট্রপতি দেশের সকল শান্তিপ্রিয় জনগণকে নিজ নিজ দায়িত্ব পাললের এবং সরকারের সাথে সহযোগিতার আহ্বান জানান। এ বছরের জানুয়ারী মাসে ক্রমবর্ধমান দুর্নীতি মোকাবেলা করতে সংবিধান সংশোধন করে শেখ মুজিবর রহমান রাষ্ট্রপতিশাসিত একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করেন, এবং এর ফলে তার জনপ্রিয়তা ব্যপকভাবে হ্রাস পায়। টাইমস ম্যাগাজিন ২৫শে আগস্ট ১৯৭৫ তাকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে । সেখানে বলা হয় এতে কোনো সন্দেহ নেই মুজিব দেশটিকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। http://www.amarblog.com/raselpervez/70686 বিস্তারিত......


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।