কবিতা ও যোগাযোগ
ভাই-বন্ধু
[কবি মতিন রায়হান, অভিন্নহৃদয়েষু]
তপন বাগচী
তুই ছেড়ে এসেছিস পাড়ভাঙ্গা তিতাসের কোল
আর আমি আড়িয়ালখাঁর দীপ্ত ঢেউ পাড়ি দিয়ে
দুহাতে নিয়েছি মেখে কবিতার কোমল কোরক
দু'পায়ের নিচে সর্ষে, রোদ ভেঙে সকাল বিকাল
আমরা ঘুরেছি পোড়া রাজপথ, বুড়িগঙ্গাপাড়।
আমাদের স্বপ্ন ছিল বুকের গহীন কোণে গাঁথা
চোখে ছিল অফুরন্ত ভালবাসা, অনাদায়ী প্রেম
তবু দেখ, আমাদের আজ বুঝি না-দেখাই রীতি।
খ্যাতি নয়, আমাদের কাম্য ছিল প্রকাশের সুখ
যতি নয়, আমাদের লক্ষ্য ছিল নিরন্তর দ্রুতি
আমরা ছুটেছি আজো ভিন্নপথে--গন্তব্য অভেদ
দুপায়ে দলেছি নীল তৃণ, গুল্ম, বিটপীর পাতা
আমরা অদম্য আজো নিরাশ্রয়ে খুঁজি ধানক্ষেত
একদিন দুইভাই দুইবন্ধু গোলা ভরে নেব।
[২২ জুলাই, নব্বই দশকের অন্যতম প্রধান কবি মতিন রায়হানের জন্মদিন, তাঁকে শুভেচ্ছা]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।