দিনগুলো এমনি করেই কেটে যাচ্ছে....
বিকেলবেলার এই গান ব্ন্ধুর জন্যে। যে ব্ন্ধু ক্লান্ত পায়ে বাড়ী ফিরছ, যে বন্ধু সারাদিন বাড়ীতেই বসে আছ, কাজের ফাঁকে অথবা নিছক অবসরে কিংবা যে জেগে উঠছ ভাতঘুম থেকে। যারা কাছে আছ অথবা দূরে,যারা খুব কাছ থেকে ছিটকে গেছ দূর নক্ষত্রের ওপারে কিংবা সেই সমুদ্র পারের
ঝিনুক নিয়ে যে এসেছিলে,এসেছিলে নদীতীরের ঝিরঝির বাতাস নিয়ে, পালতোলা নৌকোর রঙ্গীন পালের স্বপ্ন নিয়ে.... কিংবা একটা ছোট্ট ঘর..... তোমার জন্যে ... সব আয়োজন...
জানি চলে যাওয়া যায়... ফিরেও হয়তো আসা যায়... অপেক্ষা থাকে তবুও.......... থাকে প্রতীক্ষাও.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।