আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কথা কিছু গান আছে ........ শুণ্য বীণায় কি সুর বাজে।



ছেলেটার সবেমাত্র সরু গোফের রেখা দেখা দিয়াছে। কিন্তু নারী পুরুষের ব্যাপার সে ভালই বুঝে । এইত দোতালার লায়লাকে দেখলেই বুকের মাঝে কমেন উথাল পাথাল ঝড় উঠে। অসম্ভব সুন্দর। অটোমেটিক রাগ ভৈরব বাজতে থাকে।

উনি মাত্র দুবছরের বড়। ব্যাপারটা উনি বেশ ভালই বুঝেন এবং উপভোগ করেন। মুখে বলা হয়নি মোটামুটি অলিখিত প্রেম। প্রায় চার বছর চলছে। আজ লায়লাকে খুব সুন্দর করে সাজতে দেখে খুব কাছে যেতে মন চাইল।

চরম চোখ রাঙিয়েও মন যখন বাধ মানল না তখন পেছন থেকে গিয়ে অনেকটা আব্দারের ঢঙে বলে ফেলল-আপু তোমায় একটু আদর করি। অনন্ত আবেগে প্রেমের ডিঙ্গা ডুবদিল অথৈ জলে। এভাবে আরও একটা বছর কেটে গেল। ভালবাসা ভালই চলল । অতঃপর সবটুকুই স্ম্ৃতি।

দুজনেই এখন দুটি সংসারে। সুখী। ভালবাসা আছে পরিজনদের জন্য। পাপবোধ নেই । তবুও মাঝে মাঝে টুংটাং পুরানা সুর বাজে মনে।

দীর্ঘশ্বাস বাতাসে হারায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।